মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১২:৩০:১৪

আরও বড় চমক সৌমিতৃষার

আরও বড় চমক সৌমিতৃষার

বিনোদন ডেস্ক: টেলিপর্দায় শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। তবে সিরিয়াল শেষ হলেও, ‘মিঠাই’ ম্য়াজিক থেকে বের হতে পারেননি দর্শকরা। আর ঠিক এই সময় যদি জানা যায়, ‘মিঠাই’ ওরফে অভিনত্রী সৌমিতৃষা কুণ্ডু বড়পর্দায় আসতে চলেছেন। 

দেবের ‘প্রধান’ ছবিতে তো ইতিমধ্য়েই সই করে ফেলেছেন সৌমিতৃষা। তাহলে বড় চমক কী? সম্প্রতি ইনস্টাগ্রামে সৌমিতৃষা পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘এমন মানুষদের চারপাশে থাকতে হয় যারা তোমাকে নতুন কিছু শেখাবে। নিজের সেরাটা দেওয়ার জন্য অনুপ্রেরণা দেবে।’

রাজের সঙ্গে এই ছবি দেখেই টলিপাড়ায় গুঞ্জন। অনেকে মনে করছেন দেবের পর এবার রাজ চক্রবর্তীর সঙ্গে হাত মিলিয়েছেন মিঠাই। তবে এই গুঞ্জন কতটা সত্য়ি তা নিয়ে মুখ খুলতে চাননি সবার প্রিয় মিঠাই। দেবের হাতে একের পর এক ছবি। 

সম্প্রতি মধ্যপ্রদেশে গিয়ে শুটিং করেছেন ‘দুর্গ রহস্য’ ছবির। অন্যদিকে, খবর আগেই ছিল ‘প্রজাপতি’ ছবির অসামান্য সাফল্যের পর পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে হাত মিলিয়ে ফের ছবির করছেন দেব। ছবির নাম ‘প্রধান’। এই ছবিতেই দেবের বিপরীতে দেখা যাবে সৌমিতৃষাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে