মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ০১:০৪:৩০

জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর করে টাকা আদায়ের অভিযোগ

জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর করে টাকা আদায়ের অভিযোগ

বিনোদন ডেস্ক: বিতর্কে ‘কসৌটি জিন্দেগি কে’ খ্যাত অভিনেতা সিজান খান। জানা যায়, তার বিরুদ্ধে গৃহস্থ হিংসা এবং জোর করে টাকা আদায়ের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। তবে পুরো বিষয়টি নিছক ভুয়ো বলে দাবি করছেন সিজান। তার কথায়, আদৌ এমন কিছুই ঘটেনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আয়েশা পিরানি নামে এক মহিলা সিজানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। নিজেকে তিনি অভিনেতার স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছেন। আয়েশার অভিযোগ, সিজান তাকে ঠকিয়েছেন। আমেরিকার গ্রীন কার্ড পাওয়ার জন্যই নাকি তাকে বিয়ে করেছিলেন অভিনেতা।

সিজানের দাবি, ওই মহিলা মিথ্যা কথা বলছেন। তার কথায়, “এটা একদমই সত্যি নয়। আমি জানিও না কোন বিষয়ে এতো কথা হচ্ছে। কোনও এফআইআর দায়ের করা হয়নি। এমন কিছু হয়নি।”

অন্য দিকে, আয়েশার দাবি, সিজানের সঙ্গে ২০১৫ সালে তিনি চুপিচুপি বিয়ে হয় তার। কিন্তু সিজান নাকি এই বিয়েটি তাকে লুকিয়ে রাখার কথা বলেছেন। এর পর সিজান তার অজান্তেই তাকে দিয়ে বিচ্ছেদের কাগজে সই করিয়ে নিয়েছেন। সিজান অবশ্য এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে