মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ০১:২০:০৭

মনোজ বাজপেয়ীর এই বক্তব্যে হতবাক সবাই

মনোজ বাজপেয়ীর এই বক্তব্যে হতবাক সবাই

বিনোদন ডেস্ক: সেরা অভিনেতাদের মধ্যে মনোজ বাজপেয়ীর গুরুত্ব এখন অনেক বেশি। দীর্ঘদিন ধরে অভিনয় দক্ষতায় মনোজ এখন বলিউডের তারকা অভিনেতা। তবে তার রোজগারের কথা শুনে ঢোক গিলছেন তাবড়ারাও।

সম্প্রতি ওটিটিতে ‘দ্য ফ্যামিলি ম্যান’ করে আলাদা জনপ্রিয়তা পেয়েছেন মনোজ বাজপেয়ী। কিন্তু তার জন্য কত টাকা পেয়েছেন অভিনেতা, তা নিয়ে বলতে গিয়ে বিস্ফোরক দাবি মনোজের। সম্প্রতি ইউটিউবে সমদিশ ভাটিয়ার আনফিল্টারড শোতে মুখ খুলেছেন মনোজ বাজপেয়ী। 

তাকে সমদিশ জিজ্ঞেস করেন, ‘ফ্যামিলি ম্যানের জন্য শাহরুখ সালমানের মতো টাকা পেয়েছেন?’ মুহূর্তে মনোজ জবাব দিয়েছেন, ‘ওটিটির প্রযোজকেরা রেগুলার প্রযোজকদের মতোই খারাপ। তারা বড় অভিনেতাদের টাকা দেন। দ্য ফ্যামিলি ম্যানের জন্য আমার যা টাকা পাওয়া উচিত তা আমি পাইনি।’

মনোজের বিস্ফোরক বক্তব্য, ‘বিদেশি অভিনেতা এসে কাজ করলে প্রযোজকেরা টাকা দেবেন। চীনে কারখানা থাকে ব্র্যান্ডের, কারণ কম খরচে শ্রমিক মেলে। আমি এখানে কম খরচের শ্রমিক।’ মনোজের এই বক্তব্যে হতবাক ফ্যানেরাও। নিজেকে নিয়ে এতটা বিস্ফোরক মন্তব্য মনোজকে করতে শুনে তাঁরাও ক্ষোভে ফেটে পড়েছে নেটপাড়ায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে