মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ০৩:৫০:৪৯

ভাইরাল ঘনিষ্ঠ দৃশ্যে নিয়ে মুখ খুললেন তামান্না

ভাইরাল ঘনিষ্ঠ দৃশ্যে নিয়ে মুখ খুললেন তামান্না

বিনোদন ডেস্ক: ওয়েব সিরিজ 'জি করদা'-তে সুহেল নায়ার ঘনিষ্ঠ দৃশ্য অভিনয়। আর সেকারণেই এই মুহূর্তে আলোচনায় রয়েছেন তামান্না ভাটিয়া। এমনকি এধরনের ঘনিষ্ঠ দৃশ্য দেখার পর অনুরাগীদের কাছেও ট্রোল হতে হচ্ছে 'বাহুবলী' অভিনেত্রী তামান্নাকে।

আর এবার একে অপরের সঙ্গে ভাইরাল ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়েই মুখ খুলেছেন তামান্না ও সুহেল। এধরনের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় যাতে আরও সহজ হয়, সেকারণে সহায়তার জন্য পরিচালক অরুণিমা শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন তামান্না ও সুহেল। সম্প্রতি সাক্ষাৎকারে মুখ খুলেছেন এই দুই আলোচিত জুটি।

'জি করদা'-তে তামান্না ও সুহেল লাবণ্য ও ঋষভের চরিত্রে অভিনয় করেছেন। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে তামান্না ভাটিয়া বলেন, ‘এই দৃশ্যগুলি এধরনের চরিত্রের জীবনযাত্রাকে তুলে ধরার জন্যই রাখা হয়েছে। লোকজনের দৃষ্টি আকর্ষণের জন্য নয়। বিশেষত, যখন আপনি কোনও সম্পর্কে গল্প দেখবেন, তখন এটা গুরুত্বপূর্ণ হল সত্য়ি কে তুলে ধরা।’

তিনি বলেন, ‘লোক এটা পছন্দ করুক বা না করুক, এমনই কিন্তু হয়। সুহেল এমন একজন অভিনেতা, যার সঙ্গে কাজ করার সময় আমি অস্বস্তিবোধ করিনি। আসলেই কিন্তু এটা না করার কিছু ছিল না। সুহেল বা আমি, লাবণ্য এবং ঋষভ (চরিত্র) এর মধ্যে ঢুকে পড়েছিলাম। ঋষভ ও লাবণ্য দুজনেই একে অপরকে এত গভীরভাবে জানেন, যে বাইরেক কেউ তাদেরকে এভাবে জানেন না। এখানে শারীরক দৃশ্যটা দেখানো খুবই প্রাসঙ্গিক।’

তামান্না ভাটিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় নিয়ে কথা বলেছেন অভিনেতা সুহেল নায়ার। প্রসঙ্গত ২০১৬ সালে ‘উড়তা পাঞ্জাব’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন সুহেল। তার কথায়, ‘এটাই ছিল আমার প্রথম অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়। সেটে প্রথম দিন আমি সত্যিই নার্ভাস ছিলাম। তামান্না আমাকে সবকিছু সহজ করে দেন।’

সুহেল বলেন, ‘আমরা কাজের সময়্য চরিত্রের মধ্যে ঢুকে কাঁধে, কপালে, চুম্বন এবং আরও এলোমেলো প্রচুর চুমু খেয়েছি, নাক কামড়েছি। তবে চরিত্রের প্রয়োজনে চরিত্রে ঢুকেই করেছি। আর সহজ করে দেওয়ার কৃতিত্ব অরুণিমা ও তামান্নার। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে