বিনোদন ডেস্ক: আবারও বিতর্কের মুখে পড়লেন বলিউডের দাবাং খান সালমান। তবে এবার নিজের জন্য নয়, বরং নিরাপত্তারক্ষীদের কারণেই ফের সালমানকে নিয়ে শোরগোল বলিউডে।
সম্প্রতি ‘দাবাং থ্রি’ ছবির সালমানের সহ-অভিনেত্রী হেমা শর্মা বিস্ফোরক অভিযোগ এনেছেন সলমন খানের দেহরক্ষীদের বিরুদ্ধে। তবে শুধুই দেহরক্ষী নয়। হেমার অভিযোগ সালমান সব কিছু জেনেও চুপ ছিলেন।
হেমা বলেন, আমি সলমনের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। একবার দেখা করার জন্য অনেক চেষ্টা করেছিলাম। দাবাং থ্রি ছবিতে সালমান সঙ্গেই আমার এক দৃশ্যে অভিনয় করার কথা ছিল। কিন্তু ওই দৃশ্যের শুটিংয়ের সময় সালমান ছিলেন না। স্বাভাবিক ভাবেই, আমি খুব হতাশ হয়ে পড়ি। সালমানের সঙ্গে আমার আর দেখা করা হয়নি।”
হেমা আরও বলেন, ‘বিগ বস’ রিয়্য়ালিটি শো পণ্ডিত জনার্দনের সঙ্গে আমার পরিচিতি হয়। আমরা দুইজনে গিয়েছিলাম সালমানের সঙ্গে দেখা করতে। কিন্তু তখন সালমানের দেহরক্ষীরা আমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে। আমি জানি এই ঘটনা সালমান জেনেও কিছু বলেননি। এই ঘটনার পরে ১০ দিন আমি রাতে ঘুমোতে পারিনি।”