বিনোদন ডেস্ক: ‘বিগ বস্ ওটিটি ২’-তে নজরে এখন মনীষা রানি। অল্প সময়ের মধ্যেই সবার মন কেড়েছেন তিনি। পোশাক-আশাক থেকে শুরু করে তার মৌলিক জীবনবোধ, সবস্থানেই সাবলীল নিজস্বতা রেখে এগিয়ে চলেছেন বিহারের কন্যা।
অনেক সংগ্রাম করে উঠে এসেছেন তিনি, সে কথা স্বীকার করতেও স্বচ্ছন্দ তিনি। তবে সমসাময়িক মডেল-তারকা উরফি জাভেদের সঙ্গে তার তুলনা করা হতেই রে-রে করে উঠলেন মনীষা।
মনীষা বললেন, “না না, আমি একেবারেই উরফির মতো নই। তিনি যা খুশি পরেন। শুধু তার পোশাকের জন্য চর্চায় থাকেন। আমি কিন্তু পোশাকের চেয়ে বেশি কিছু। মানুষ আমায় বিনোদনজগৎ থেকেই চেনেন।”
মনীষা আরও জানান, ‘বিগ বস্ ওটিটি ২’-এ তার মতো দ্বিতীয় কেউ নেই। সে কারণেই দর্শকরা তাকে এতো ভালবাসেন, দাবি মনীষার। সামাজিক মাধ্যমে ৪৬ লক্ষেরও বেশি অনুরাগী তার। বিহারের এক ছোট গ্রামের বাসিন্দা হয়েও চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন।
সেই স্বপ্ন সত্যি করার পথে পাড়ি দিয়েছিলেন মনীষা। শনিবার রাতে ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়ার পর্বের মাধ্যমে শুরু হয়েছে সালমান খানের ‘বিগ বস্ ওটিটি ২’। এই প্রিমিয়ার পর্বেই দর্শকের নজর কেড়েছেন মনীষা।