বুধবার, ২১ জুন, ২০২৩, ০২:১১:৫৫

অবনীতকে চুমু খাওয়া নিয়ে মুখ খুললেন নওয়াজ

অবনীতকে চুমু খাওয়া নিয়ে মুখ খুললেন নওয়াজ

বিনোদন ডেস্ক: টিকু ওয়েডস শেরু ছবিতে অবনীত কৌরকে চুমু খেয়ে বিতর্কে জড়িয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। কঙ্গনা রানাওয়াত প্রযোজিত ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা। আগামী ২৩ জুন ছবিটি আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাওয়ার কথা। 

এই পরিস্থিতিতে চুমু বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ঠিক কী বললেন অভিনেতা? নওয়াজউদ্দিনের দাবি, তিনি ২১ বছরের অবনীত কৌরকে চুমু খেয়ে কোনও ভুল করেননি। তিনি জানিয়েছেন, ভালোবাসার কোনও বয়স হয় না। তরুণ প্রজন্ম তাকে ট্রোল করছে দেখে বিরক্ত অভিনেতা।

৪৯ বছরের নওয়াজউদ্দিন বলেন, 'সমস্যাটা কোথায়? রোম্যান্সের কোনও বয়স হয় না। আজকালকার যুবকরা প্রেম কী সেটাই জনে না। আমাদের যুগের লোকেরা জানে রোম্যান্স কী। বছরের পর বছর ভালোবাসায় কাটিয়ে দেওয়া যায়। সেটা আমরা জানি। আজকের তরুণরা সেটা পারে না।'

অভিনেতার সংযোজন, 'আজকের প্রজন্ম জাস্ট অপদার্থ। তাই আজও শাহরুখ খানকে রোম্যান্টিক ছবিতে অভিনয় করতে হয়। কারণ, উনি যেভাবে পর্দায় রোম্যান্স করেন, সেটা অন্য কেউ পারবে না। আজকাল তো সব হোয়াটসঅ্যাপে হয়। প্রেম থেকে ব্রেক আপ সবটাই হোয়াটসঅ্যাপে। যারা রোম্যান্টিক, তারাই রোম্যান্স করতে পারে। আর কে করবে বলুন তো?'

এই মন্তব্যের পরেও কিন্তু নওয়াজকে ট্রোলের সম্মুখীন হতে হয়েছে। অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে তাকে। অনেকে স্ত্রী আলিয়ার সঙ্গে তার ডিভোর্সের প্রসঙ্গ টেনেও খোঁচা দিয়েছেন। তবে তিনি যে দুর্দান্ত অভিনেতা, সেটা অস্বীকার করতে পারছেন না কেউ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে