বিনোদন ডেস্ক: মুক্তির পাঁচ নম্বর দিনে এসে প্রভাসের সিনেমার হাল আরও খারাপ। লোকমুখে ছবি নিয়ে নেগেটিভ রিভিউ ছড়িয়ে পড়তেই কমল ব্যবসা। সোমবারের তুলনায় আদিপুরুষ এর মঙ্গলবারের বক্স অফিস রিপোর্ট আরও খারাপ। ওম রাউতের সিনেমা ঘরে তুলল মাত্র ১০ কোটি।
হিন্দু মহাকাব্য রামায়ণের ‘অপমান’ করার অভিযোগ উঠেছে আদিপুরুষ-এর পরিচালক ওম রাউত ও সংলাপ লেখক মনোজ মুনসাসিরের উপরে। এমনকী বিভিন্ন মহল থেকে তাদের কাছে আসছে হুমকিও।
ভারতীয় মিডিয়ার প্রতিবেদন অনুসারে, প্রাথমিক অনুমান বলছে মঙ্গলবার ভারতের সমস্ত ভাষায় ছবিটি ১০.৮০ কোটি আয় করেছে মাত্র। ঘরোয়া বক্স অফিসে সপ্তাহান্তে ২২০ কটি আয়ের পর সোমবার আয়ের অঙ্ক ছিল ২০ কোটি। তবে মঙ্গলবারে এসে তা নেমে এল ১০ কোটির ঘরে।
টি-সিরিজ ব্যানারে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বব্যাপী ৩৭৫ কোটি আয় করেছে। প্রসঙ্গত, রিপোর্ট অনুসারে, ছবি তৈরির বাজেট ছিল ৫০০ কোটি। পরিবেশক-প্রদর্শক অক্ষয় রাঠি রবিবার পিটিআইকে জানিয়েছেন, আদিপুরুষ টিকিট উইন্ডোতে ৬৫ শতাংশ হ্রাস পেয়েছে।