বিনোদন ডেস্ক: তিনি ডিস্কো ড্যান্সার, গোটা ভারতবাসীকে ডিস্কো নাচ শিখিয়েছেন তিনি। পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার। কিন্তু এত সাফল্যের পরেও বউ যোগিতার হাতে নাকি মার খান তিনি! সে কি কথা?
মিঠুন চক্রবর্তী বলে কথা। তিনি মহাগুরু, কারওর কাছে আবার এমএলএ ফাটাকেষ্ট। তিনি নাকি বউয়ের হাতে মার খান। সবার সামনে একথা স্বীকার করেছেন মিঠুন। কিন্তু কেন? হঠাৎ একথা বললেনই বা কেন? অভিনেতার কথা শুনে চোখ কপালে শুভশ্রী – শ্রাবন্তীদের।
দীর্ঘদিনের সম্পর্ক এবং বিবাহিত জীবন তাদের। চার সন্তানের বাবা মা। তবে, বউয়ের হাতে মার খাওয়ার প্রসঙ্গ তুললেন অঙ্কুশ নিজেই। মজার ছলেই তিনি বলে বসলেন, এমজির একটা বিষয় খুব ভাল। উনি, বউয়ের হাতে মার খেয়েও… তারপর? কথা শেষ করতে দিলেন না মিঠুন।
তারপরেই তাকে বঙ্কুশ, পল্টুশ বলে সম্বোধন করলেন মিঠুন। বলেন, শোন শোন, আমি না একদম ফালতু কথা বলি না। আমি আগেও বলেছি, আমার বউয়ের হাতে আমি মার খাই, ও আমায় পেটায় আমি তাতে গর্বিত। আমার তাতে কোনও অসুবিধাই নেই। এই যদি এখন বলি, কে বউ? তখনই আমায় আবার ঘাড় ধরে বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে দেবে।
এরপর? মিঠুনের কথা শুনে হেসে খুন সকলে। যেন বিশ্বাসই করতে পারছেন না যে এও সম্ভব। হাসি ধরে রাখতে পারছেন না কেউই। দীর্ঘ অনেকবছর পর আবার ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চে মহাগুরু হয়ে ফিরেছেন মিঠুন। আজ তাঁর জন্মদিন। সেই উপলক্ষেও হচ্ছে বিরাট সেলিব্রেশন।