বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ০৫:০৪:৩৪

এজন্যই আমার নামে তারা গরুর নাম রাখে: হিরো আলম

এজন্যই আমার নামে তারা গরুর নাম রাখে: হিরো আলম

বিনোদন ডেস্ক: কোরবানির ঈদে ক্রেতা টানতে গরুর বিভিন্ন নামকরণ করে থাকেন বিক্রেতারা। বিভিন্ন তারকার নামে নাম রেখে হাটে তোলেন কোরবানির পশু। অনেকে আবার না কিনলেও আগ্রহ নিয়ে দেখতে যান, গত কয়েক বছর যাবত এমন চিত্রই ধরা পড়েছে।

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের নামেও প্রতিবার গরুর নাম রাখা হয়। তবে ব্যাপারটিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখেন তিনি। জানান, তারা তাকে ভালোবেসেই এমনটা করেন।

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পেজে হিরো আলম একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। হাটে আপনার নামে গরু উঠে বিক্রির জন্য, বিষয়টি কীভাবে দেখেন?

এ প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, ‘প্রতিবারই তো হিরো আলমের নামে মানুষ গরু পালে, যারা বিক্রি করে; হিরো আলমের নামে গরুর নাম দিলে হয়তো ভালো বিক্রি হবে। কেউ হয়তো ভালোবেসে, শখ করেও এটা রাখে।’

তিনি বলেন, ‘গরুর নাম হিরো আলম, এবার ঈদে নতুন না। আগেও এমন ঘটনা ঘটেছে। তাই আমি এটা নিয়ে মন খারাপ করি না। তারা আমাকে ভালোবাসে, এজন্য আমার নামে তারা গরুর নাম রাখে।’

হিরো আলম বলেন, ‘যারা আমাকে ভালোবাসে তারা আমার নামে গরুর নাম রাখে। এটা নিয়ে আমার কোনো রাগ নাই, অভিমান নাই। হিরো আলমের নামের একটা দাম আছে। সব মিলিয়ে ক্রেতারা গরুটা কেনে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে