শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ১০:৪০:০৮

কৃষিজমি কিনে চাষবাদে মন দিলেন শাহরুখকন্যা

কৃষিজমি কিনে চাষবাদে মন দিলেন শাহরুখকন্যা

বিনোদন ডেস্ক: বাবা শাহরুখ খান কেরিয়ারের শুরুতে শুধুই অভিনয় নিয়েই ছিলেন। তারপর যখন বলিউডের বাদশা হলেন, তখন কিনলেন ক্রিকেট দল। সিনেমার সঙ্গে সঙ্গে ব্যবসাতেও মন দিলেন এসআরকে। তবে দেখুন শাহরুখের পুত্র আরিয়ান আর এবার তো কন্যা সুহানাও, সিনেমার কেরিয়ারের পাশাপাশি ব্যবসায় হাত পাকাচ্ছেন। 

একদিকে যেমন, আরিয়ান নেমেছেন পোশাক ব্যবসায়। অন্যদিকে, কৃষিজমি কিনে একেবারে চমক দিলেন সুহানা। হ্যাঁ, দ্য আর্চিস থেকে যে সুহানার বলিউডের ফিল্মি সফর শুরু হত। সেই সুহানাই এবার মন দিলেন কৃষিকার্যে।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আলিবাগের থাল গ্রামে ১.৫ একরের কৃষিজমি কিনেছেন সুহানা খান, যার মূল্য ১২.৯১ কোটি টাকা। অর্থাৎ প্রায় ১৩ কোটি এই জমির দাম। জমি কেনার কাগজপত্রে লেখা রয়েছে ‘কৃষিবীদ’ সুহানা খান।

সূত্র বলছে, আলিবাগের এই জমিটি অঞ্জলি, রেখা এবং প্রিয়া খোটে নামের তিন বোনের। তারা সুহানার কাছে চড়া দামে বেছেছেন তাদের পৈতৃক সম্পত্তি। অন্যদিকে বলিউড গুঞ্জন বলছে সুহানা নাকি জমিয়ে প্রেম করছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্যা নন্দার সঙ্গে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে