শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ১০:৫৩:৫১

বলিউডকে বিদায় জানিয়ে গুগলের উচ্চ পদে জনপ্রিয় অভিনেত্রী

বলিউডকে বিদায় জানিয়ে গুগলের উচ্চ পদে জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক: ‘ঘর সে নিকলতে হি, কুছ দূর চলতে হিস, রস্তে মে হ্যায় উসকা ঘর!’ ‘পাপা কহেতে হ্যায়’ ছবির এই গানটা নিশ্চয়ই মনে আছে? নিশ্চয়ই মনে আছে, ছবির নায়ক যুগল হংসরাজ কার জন্য অপেক্ষা করতেন রাস্তায় দাঁড়িয়ে। হ্যাঁ, অভিনেত্রী ময়ূরী কাঙ্গোই ছিলেন এই ছবির আসল ম্যাজিক।

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির কটা চোখের নায়িকা ময়ূরীকে নিয়ে সেই সময় ঝড় বয়েছিল পুরুষদের মনে। তবে শুধু এই ছবিই নয়। এর পর হোগি প্যার কি জিত, বেতাবি, মেরে আপনে, বাদল, পাপা দ্য গ্রেট, জঙ্গ, শিকারির মতো বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল ময়ূরীকে। 

২০০১ সালে শেষবার তাকে বলিউডের পর্দায় দেখা যায়। জনপ্রিয় হয়েও হঠাৎ করে বলিউড থেকে বিদায় নেন ময়ূরী। খবর অনুযায়ী, এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন ময়ূরী। গুগল সংস্থার উচ্চ পদে চাকরি করছেন নয়ের দশকের এই প্রতিভাবান নায়িকা। 

সেখানে তিনি বিয়েও করেছেন। ২০০৩ সালে মার্কিন নিবাসী আদিত্য ঢিল্লোঁকে বিয়েও করেছেন। বিয়ের পর নিউ ইয়র্কেই থাকেন। সেখানেই এমবিএ করার পর একটি ডিজিটাল মিডিয়া এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন তিনি। 

এই সংস্থায় কিছুদিন কাজ করার পরই গুগল থেকে চাকরির অফার পান। জানা গিয়েছে, ময়ূরী এখন প্রতি মাসে ৩২ হাজার মার্কিন ডলার আয় করেন। নিজে বাড়িও কিনেছেন। বলিউড ছেড়ে স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন সুদূর আমেরিকায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে