শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ০৩:৩৭:০৭

বেনামি ইঙ্গিতপূর্ণ পোস্টে তোপ দাগলেন পরীমণি

বেনামি ইঙ্গিতপূর্ণ পোস্টে তোপ দাগলেন পরীমণি

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সংসার আর নেই বললেই চলে। অফিসিয়ালি ঘোষণা না এলেও দুজন যে আলাদা থাকছেন সেটাও গণমাধ্যমে বলেছেন। সন্তান রাজ্যর কারণে এক হলেও বেড়েছে মানসিক ও শারীরিক দূরত্ব।

মাঝখানে দুজনেই মিডিয়ার সামনে কথা বলেছেন। কেউই চান না দাম্পত্যজীবন আর আগে বাড়ুক। বলা বাহুল্য, বিচ্ছেদের কাগুজে ঘোষণাই শুধু বাকি। এরপর থেকেই সামাজিকমাধ্যমে পরীর নিশানায় রাজ।

নাম না করে গত রোববার (১৮ জুন) বিশ্ব বাবা দিবসে তার ছেলের (রাজ্য) বাবাকে কথা শুনিয়েছেন। এবার আরেকবার তোপ দাগালেন রাজকে। আবারও সেই পুরোনো ভঙ্গিমায় বেনামি ইঙ্গিতপূর্ণ পোস্ট।

আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি লেখেন, ‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে...যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে। আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকার মতো নই যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে