শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ০৪:২৭:২২

হোটেল রুমে নিজেকে যেভাবে রক্ষা করেছিেলন বিদ্যা বালান

হোটেল রুমে নিজেকে যেভাবে রক্ষা করেছিেলন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক : বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাই নানা রকম হয়রানির শিকার হন। সেই হয়রানিকারীদের মধ্যে পরিচালকদের নামও থাকে। শোনা যায় সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে নায়িকাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকেন পরিচালকরা। নায়িকাদের ডাকেন নিভৃতবাসেও।

অনেক অভিনেত্রী এ বিষয়ে সরাসরি কথাও বলেন। অভিযোগ জানিয়ে মিডিয়ায় হৈচৈও ফেলেন। তবে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান জানালেন, ক্যারিয়ারে তিনি এমন কোনো বিব্রতকর অবস্থার মুখে পড়েননি। একবার অবশ্য তাকে এক পরিচালক নিজের হোটেল কক্ষে ডেকেছিলেন। তবে সেই পরিস্থিতি তিনি সামলে নিয়েছেন চৌকস দক্ষতায়।

এক সাক্ষাৎকারে বিদ্যা বলেছেন, ‌‘আমি পরিচালকদের সাথে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। এ দিক থেকে আমি খুবই সৌভাগ্যবান। কারণ, আমি অনেক রোমহর্ষক ঘটনা শুনেছি। আমার বাবা-মাও এ নিয়ে বেশ ভয়ে থাকতেন। সেকারণেই তারা আমাকে সিনেমায় যুক্ত হতে নিষেধ করতেন। তবে আমি একবার একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম। মনে আছে আমাকে এক পরিচালক সই করার জন্য তার হোটেল কক্ষে ডেকেছিলেন।’

বিদ্যা আরও বলেন, ‘আমি কি করবো বুঝতে পারছিলাম না। কারণ আমি ছিলাম একা।’ ‘তবে আমি একটা স্মার্ট কাজ করেছিলাম। আমি যখন কক্ষে ঢুকেছিলাম, তখন দরজাটা খোলা রেখেছিলাম।’

বিদ্যার মতে এই ধরনের পরিস্থিতিতে ভয়ংকর কিছু এড়াতে নায়িকাদের নিজেদেরই বুদ্ধি খাটাতে হবে। থাকতে হবে আরও সতর্ক। সূত্র: এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে