শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ০৯:২৩:২৬

নেটদুনিয়ায় ভাইরাল তসিবা বেগমের ভিডিও

নেটদুনিয়ায় ভাইরাল তসিবা বেগমের ভিডিও

বিনোদন ডেস্ক : ‘ওরে কালাচান তোমার লাগি মন করে আনচান’- গানটির আকর্ষণীয় এই লাইনটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল! রীতিমত নেটদুনিয়া মাতাচ্ছে ট্র্যাডিশনাল মিউজিকে করা ‘কালাচান’ গানটি।

গানে কণ্ঠ দিয়েছেন ‘নয়া দামান’ খ্যাত শিল্পী তসিবা বেগম এবং র‍্যাপ করেছেন এফ এ প্রীতম। দুমাস আগে গানটি বার্নাবি রেকর্ডসের ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে। অল্পসময়ে এক কোটি মানুষ শুধু ইউটিউব থেকে দেখেছেন। পাশাপাশি টিকটক অ্যাপ থেকেও হাজার হাজার ভিডিও বানানো হয়েছে ‘কালাচান’ গান দিয়ে। গানটিতে দেখা যায় একঝাঁক শিল্পীদের দুর্দান্ত নৃত্য পরিবেশনা।

গানটির মডেল হয়েছেন আলিফ চৌধুরী এবং নাফিসা নুসরাতসহ অনেককে। এক কোটির বেশি ভিউয়ের এই গানে দেখা যায় কয়েক হাজার মন্তব্য। গানটি দেখে প্রশংসা করেছেন। নতুন শিল্পীদের নিয়ে বড় বাজেটে গানটির মিউজিক ভিডিও বানিয়েছেন নাজমুল ইভান, লিখেছেন সালাউদ্দিন সাগর কম্পোজ করেছেন এফএ প্রীতম।

শিল্পী তসিবা বলেন, আমার অধিকাংশ গান মানুষ পছন্দ করে। এটা আসলে ভাগ্য বলা যায়। সবার কাছে কৃতজ্ঞতা জানাই। কালাচান প্রায় চারলাখ টাকা বাজেটের গান। এটি সবাই এতো প্রশংসা করছেন যে ‘কাচালান ২’ আনার প্ল্যান করেছি। ঈদুল আজহার পরে শুটিং হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে