শনিবার, ২৪ জুন, ২০২৩, ০৮:৫৪:৩৫

চিত্রনায়ক সিয়াম ‘ফেস অফ সুজুকি’ হিসেবে নির্বাচিত

 চিত্রনায়ক সিয়াম ‘ফেস অফ সুজুকি’ হিসেবে নির্বাচিত

বিনোদন ডেস্ক: অটোমোবাইল প্রতিষ্ঠান সুজুকির মোটরবাইক ব্রান্ডের বাংলাদেশ পার্টের শুভেচ্ছাদূত হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। একই সঙ্গে তাকে ‘ফেস অফ সুজুকি’ হিসেবেও নির্বাচিত করেছে। 

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এমন তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। আয়োজনে উপস্থিত ছিলেন সুজুকি বাংলাদেশের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার একেএম তৌহিদুর রহমান এবং হেড অব মার্কেটিং মো. শামস উদ্দিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হওয়া প্রসঙ্গে সিয়াম বলেন, ‘প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হলাম। দারুণ অভিজ্ঞতা হবে বলে আশা করছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে