বিনোদন ডেস্ক: ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সামান্থা রুথ প্রভুর সাবেক স্বামী নাগা চৈতন্য। গত বছরের শেষ থেকে নাগ—শোভিতা ধুলিপালার প্রেমের খবর ছড়াচ্ছে। কয়েক মাস আগেই লন্ডনে একসঙ্গে ছুটি কাটিয়ে ফিরেছেন চর্চিত যুগল।
যদিও সংবাদ মাধ্যমের সব প্রশ্নের সামনে একেবারে মুখে কুলুপ দুই তারকারই। নাগা-সামান্থার বিবাহবিচ্ছেদের পর অনেকেই তাকে ‘তৃতীয় ব্যক্তি’ বলে আক্রমণ করেন। সেই সময় এর প্রতিবাদও করেন অভিনেত্রী। এবার জীবনসঙ্গীকে নিয়ে মুখ খুললেন শোভিতা।
অন্ধ্রপ্রদেশের ভাইজ়াগ শহরে ছোটবেলা কেটেছে শোভিতার। মাত্র ১৬ বছর বয়সেই একা একা মুম্বাইয়ে চলে আসেন তিনি। মুম্বাইয়ে আসার পর বাণিজ্যে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করেন। ভেবেছিলেন লেখিকা হবেন, তবে ধীরে ধীরে মডেলিং থেকে অভিনয় জগতের সান্নিধ্যে আসতে শুরু করেন।
বেশ লম্বা একটা সফরের পর, বলিউডে নিজের জমি শক্ত করেছেন। এর মাঝেই নাগার সঙ্গে প্রেমের গুঞ্জন। তবে অভিনেতা এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থার সাবেক হওয়ার কারণে বার বার সমলোচিত হতে হয়েছে শোভিতাকে। যা একেবারেই নাপছন্দ, জানান অভিনেত্রী।
শোভিতার কথায়, ‘‘অনেক খেটে আজকে এই জায়গা অর্জন করেছি, প্রতিনিয়ত কোনও কারণে লোকের কথা শুনতে হলে তা মোটেও ভাল লাগে না।’’ এক সাক্ষাৎকারে নাগা চৈতন্যের প্রসঙ্গ উঠতে লজ্জায় লাল হন শোভিতা। পাশাপাশি বলেন, ‘‘এখন সমালোচনা সহ্য করতে শিখেছি।’’
তাহলে জীবনসঙ্গীর মধ্যে কোন গুণটা খোঁজেন তিনি? জবাবে শোভিতা বলেন, ‘‘এমন একজন মানুষ যিনি মাটির সঙ্গে জুড়ে থাকবেন। এই জীবন এর মাঝে যা কিছু বড় অল্প সময়ের জন্য। তাই তাকে দয়ালু হতে হবে। জীবনে আমিত্বই সবটা নয়।’’