শনিবার, ২৪ জুন, ২০২৩, ০৫:৪০:৫৮

অমিতাভের প্রতি 'অভিমান' প্রকাশ্যে আনলেন রেখা!

অমিতাভের প্রতি 'অভিমান' প্রকাশ্যে আনলেন রেখা!

বিনোদন ডেস্ক: বলিউডের প্রেম নিয়ে কথা উঠলে, অমিতাভ বচ্চন ও রেখার প্রেমপর্ব হয়তো আলোচনার ক্ষেত্রে দীর্ঘতর সময় নেবে। কেননা, শুধু রুপোলি পর্দায় নয়, সিনেমার বাইরেও এই জুটির ম্যাজিক ও প্রেম সুপারহিট। তবে প্রেম থাকলে, বিগ বির সঙ্গে সংসার বাঁধতে পারেননি রেখা। 

হয়তো সেই অভিমান এখনও মনের ভিতর চেপে রেখেছেন তিনি। আর সেই অভিমানই যেন ঠিকরে বেরিয়ে পড়েছিল সালমানের বিগ বসের ফ্লোরে। হ্যাঁ, সালমানের বিগ বসের সিজন এইটে হাজির হয়েছিলেন রেখা। সেখানেই কথায় কথায় রেখার প্রেমের প্রসঙ্গ উঠতেই, অভিনেত্রীর মুখে উঠে এসেছিল অমিতাভের প্রসঙ্গ। 

আর সেখানেই বিগ বির প্রতি প্রেম উজার করেছিলেন রেখা। এই শোয়ে রেখা জানান, সালমানকে তিনি অনেক ছোট দেখেছেন। এমনকী, রেখা জানান, ছোট বয়সেই রেখাকে বিয়ে করতে চেয়েছিলেন সল্লু মিয়াঁ। একথা শুনে রেখা নাকি সালমানের গাল টিপে দিয়েছিলেন। রেখার মুখে একথা শুনে প্রথমে লজ্জাও পান সালমান। 

পরে অবশ্য রেখাকে বলেন, তুমি না করায়, দেখো আমি বিয়েই করিনি। ঠিক এই সময় রেখা বলে ওঠেন বলিউডের অতি জনপ্রিয় একটি সংলাপ। ‘থপ্পর সে ডর নেহি লগতা সাহাব, পেয়ার সে লগতা হ্যায়’। আর এর সঙ্গেই রেখা জুড়ে দেন বিগ বির নাম। ‘পেয়ার সে ডর নেহি লগতা, ডর লগতা হ্যায় বিগ বিকে… বিগ বসকে’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে