বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট। ৮ জুলাই এই ভোট অনুষ্ঠিত হবে। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ২১-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আসন্ন নির্বাচনের আগে কি ফের রাজনীতিতে সক্রিয় হবেন অভিনেত্রী?
তার উত্তর দিলেন অভিনেত্রী নিজেই। শ্রাবন্তী বলেন, তিনি এখন কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। সিনেমার কাজেই ব্যস্ত। তাহলে কি রাজনীতিতে যোগ দেওয়া ভুল ছিল বলে মনে করছেন অভিনেত্রী?
তার উত্তর, 'আমি বর্তমানে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি ভোটে দাঁড়িয়ে ছিলাম। তবে পরে মনে হয়েছে, আমার জন্য রাজনীতিটা হয়তো নয়। আমি অভিনয়টা করছি। আমার মনে হয় এটাই আমার ভাত-কাপড় জোগায়। আমি এটার সাথেই খুশি।'
প্রসঙ্গত, ১ মার্চ, বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্রে তাকে প্রার্থী করে বিজেপি। তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান। পরাজিত হওয়ার পর তাকে অসমম্মান করা হয় বলেও অভিযোগ। তারপর দলত্যাগ করেন তিনি। দলত্যাগের পর ট্যুইটও করেন। সেখানে কার্যত বিজেপির সমালোচনাও করেন।
লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’ এদিকে শ্রাবন্তীর মতো তারকাদের প্রার্থী করা নিয়ে বিজেপিকেও দলের অন্দরে সমালোচনার মুখে পড়তে হয়। তথাগত রায়সহ একাধিক প্রবীণ নেতা তীব্র সমালোচনা করেন।
শ্রাবন্তী তার উত্তরও দেন। এদিকে বিজেপি ছাড়ার পর শ্রাবন্তী তৃণমূলে যোগ দেবেন কি না তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। তবে সেই সময় তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেননি। তারপর আসন্ন 'দেবী চৌধুরানী' ছবি প্রসঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন অভিনেত্রী।