সোমবার, ২৬ জুন, ২০২৩, ০৪:২২:৩৯

মৃত স্ত্রীকে কাঁধে নিয়েই সৎকার করতে গিয়েছিলেন রাজপাল!

মৃত স্ত্রীকে কাঁধে নিয়েই সৎকার করতে গিয়েছিলেন রাজপাল!

বিনোদন ডেস্ক: সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান স্ত্রী। মেয়ের বয়স তখন মাত্র ১ দিন। সন্তানকে বাড়িতে রেখে নিজের কাঁধে করে স্ত্রীর মৃতদেহ নিয়ে দাহ করতে যান অভিনেতা রাজপাল যাদব। সেই মানসিক কষ্ট এখনও কুরে কুরে খায় অভিনেতাকে! রাজপাল যাদবের বয়স তখন মাত্র ২০।

কাজ করতেন কাপড়ের ফ্যাক্টরিতে। পরিবারে অর্থাভাব। অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল পরেরদিনই। কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই মারা যান রাজপালের স্ত্রী।

দেখা করা আর হয়নি তার সঙ্গে। পরিবর্তে মৃত স্ত্রীকে নিজের কাঁধে তুলে নিয়ে সৎকার করতে গিয়েছিলেন রাজপাল। সেই ভয়াবহ স্মৃতি স্মরণ করে রাজপাল যাদব বলেন, “যে বয়সে মানুষের আবেগ নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা থাকে না, তখন আমাকে এমন ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। গ্রামের সকলে বলাবলি করতেন কত কষ্ট করে একটা কাজ জুটিয়েছিলাম।

ভেবেছিলাম সুখের সংসার হবে। তবে সন্তানের জন্ম দিতে গিয়ে স্ত্রীর মৃত্যু হল। কী কপাল!” তিন দশক আগেকার কথা। ১৯৯১ সালে প্রথম স্ত্রীকে হারান রাজপাল। তার অভিনেতা হয়ে ওঠা দেখে যেতে পারেননি প্রথম পত্নী।

মেয়ে তখন দুধের শিশু। অভিনেতার মা-বোনেরাই তার দেখভাল করতেন। এরপর দ্বিতীয়বার ফের বিয়ে করেন রাজপাল যাদব। ধীরে ধীরে অভিনয় জীবনে প্রবেশ করেন। বলিউডের অন্যতম সেরা কমেডিয়ান হিসেবে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে