বিনোদন ডেস্ক : নতুন ব্যবসায় নাম লেখালেন সঞ্জয় দত্ত! হলিউড তারকাদের নিজস্ব অ্যা'লকো'হল ব্র্যান্ড বা ম'দের ব্যবসায় যুক্ত হওয়া নতুন নয়। তবে বলিউডে বলতে গেলে এবারই প্রথম কোনো তারকা শুরু করলেন এই ব্যবসা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ম'দের ব্যবসায় যুক্ত হয়েছেন মুন্নাভাই খ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। এনেছেন নতুন হু'ই'স্কির ব্র্যান্ড।
পার্টনারশিপে হু'ই'স্কি ব্র্যান্ড ‘দ্য গ্লেনওয়াক’-এর ব্যবসা শুরু করেছেন সঞ্জয়। এ বিষয়ে মানিকন্ট্রোলকে তিনি জানান, ভারতে হু'ই'স্কির বাজার বেশ ভালো। সারা বিশ্বের অন্যতম বড় বাজার এই দেশ। অভিনেতা নিজেও প্রথমবার যখন ম'দ্যপান করেন, হু'ই''স্কিতেই চুমুক দিয়েছিলেন বলে জানান।
শুধু ম'দ নয়, একটা সময় অন্যান্য মা'দকের নে'শাও ছিল সঞ্জয় দত্তের। তিনি নিজেই সে কথা স্বীকারও করেন। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি। পরে আবার অবৈধ অ'স্ত্র আইনে জেল খাটেন। জেল থেকে বেরিয়ে সিনেমার কাজে মন দেন। কিন্তু এর মধ্যেই আবার শরীরে ক্যানসার ধরা পড়ে। তবে ক্যানসারকেও হার মানিয়েছেন অভিনেতা।
এক সময়ের নায়ক থেকে বর্তমানে খলনায়ক চরিত্রে বেশি অভিনয় করতে দেখা যায় সঞ্জয়কে। সবশেষ ‘কেজিএফ টু’ ও ‘শমশেরা’ সিনেমায় খল চরিত্রে অভিনয় দিয়ে দারুণ প্রশংসা পেয়েছেন অভিনেতা। সামনে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় দেখা যাবে তাঁকে। তবে বিশেষ চরিত্রে। এ ছাড়া সঞ্জয়ের হাতে রয়েছে ‘দ্য গুড মহারাজা’, ‘ঘুড়চড়ি’, ‘লিও’ ও ‘বাপ’ সিনেমার কাজ। এত ব্যস্ততার মধ্যেই মদের ব্যবসা শুরু এ অভিনেতা।