মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ১০:২৮:৩৭

আদিপুরুষ দেখে বুঝলাম কটাপ্পা কেন বাহুবলিকে মেরেছিল: শেবাগ

আদিপুরুষ দেখে বুঝলাম কটাপ্পা কেন বাহুবলিকে মেরেছিল: শেবাগ

স্পোর্টস ডেস্ক: ওম রাউতের ‘আদিপুরুষ’ ছবিটি নিয়ে বিতর্ক চলছে। ছবি মুক্তির পর থেকে অনেকেই এই ছবির সমালোচনা করছেন। প্রভাস, কৃতী শ্যানন, সাইফ আলি খান অভিনীত ছবিটি দেখেছেন বীরেন্দ্র শেবাগ। ভারতের সাবেক ওপেনার সেই ছবি দেখে একটি ইঙ্গিতমূলক পোস্টও করেছেন।

‘আদিপুরুষ’ ছবিটি দেখে সহবাগ লিখেছেন, “আদিপুরুষ দেখার পর বুঝতে পারলাম কটাপ্পা কেন বাহুবলিকে মেরেছিল।” ২০১৫ সালে মুক্তিপায় ‘বাহুবলি’। সেই ছবির নায়ক ছিলেন প্রভাস। সেখানে কটাপ্পা চরিত্রটি মেরেছিল বাহুবলিকে। সেই চরিত্রে অভিনয় করেছিলেন প্রভাস। 

‘আদিপুরুষ’ ছবিতে তিনি রামের চরিত্রে অভিনয় করেন। সেই ছবির উল্লেখ করেছেন শেবাগ। মনে করা হচ্ছে তার ‘আদিপুরুষ’ ছবিটি ভাল লাগেনি। সেই কারণেই হয়তো এমন পোস্ট করেছেন শেবাগ। সে কথা যদিও সোজাসুজি ভাবে বলেননি সাবেক ব্যাটার।

শেবাগ বেশ কিছু দিন ধরেই আলোচনায়। কয়েক দিন আগে জানা গিয়েছিল, তার কাছে নাকি নির্বাচক হওয়ার প্রস্তাব গিয়েছিল। যদিও শেবাগ নিজে জানিয়েছেন যে, তাকে কোনও প্রস্তাব দেওয়া হয়নি। নির্বাচক হওয়ার আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে