বিনোদন ডেস্ক: ২০২২ সালের ২৯ মে ভারতের পাঞ্জাবের মনসা জেলায় গুলি করে হত্যা করা হয় পঞ্জাবি শিল্পী সিধু মুসেওয়ালাকে। মাত্র ২৯ বছর বয়সে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারাতে হয় মুসেওয়ালাকে।
তার হত্যায় অভিযুক্ত গোল্ডি ব্রার আদতে লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী। গত বছরের শেষের দিকে খবর মেলে, আমেরিকায় নাকি আটক করা হয়েছে অভিযুক্ত গোল্ডিকে। তবে চলতি বছরে দাঁড়িয়ে এখনও পলাতক সেই গোল্ডি। পলাতক সেই মাফিয়ার মুখে ফের প্রাণনাশের হুমকি।
মুসেওয়ালার পর তালিকায় রয়েছে সালমান খানের নাম, এবার জনসমক্ষে জানালেন গোল্ডি। চলতি বছরের মার্চ মাসের দিকে প্রা'ণনা'শের হু'মকি পান সালমান। তার ঘনিষ্ঠ এক সহযোগীকে ইমেল মারফত পাঠানো হয় সেই হু'মকি। তবে এত দিন পর্যন্ত তা নিয়ে কোনও মন্তব্য করেননি গোল্ডি বা তার সহযোগী।
এই প্রথম জনসমক্ষে সালমান খানকে হ'ত্যা করার পরিকল্পনার কথা প্রকাশ করেন ফেরার মাফিয়া। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গোল্ডি বলেন, ‘‘সালমান খানকে হ'ত্যা করার পরিকল্পনা নিশ্চিত ভাবে রয়েছে আমাদের। লরেন্স ভাই জানিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না।’’
আপাতত জেলবন্দি মাফিয়া নেতা লরেন্স বিষ্ণোইয়ের কথা উল্লেখ করে গোল্ডি বলেন, ‘‘শুধু সালমান খানই নন, আমরা আমাদের সব শত্রুকে নিধন করব। সালমান খান আমাদের গুরুত্বপূর্ণ টার্গেট। আমরা আমাদের লক্ষ্যপূরণ করার চেষ্টা করব। যখন সেই লক্ষ্যপূরণ হবে, তখন সবাই জানতে পারবেন।’’