বিনোদন ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। তিনি ঈদের পরে জোরালো প্রচারণা করবেন। এদিন প্রতীক আনতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন অফিসে যান হিরো আলম।
এ সময় নির্বাচন কর্মকর্তা ও ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান তাকে একতারা প্রতীক বরাদ্দ দেন। পছন্দের প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম।
সুষ্ঠু নির্বাচন হলে ঢাকাতে জয়ী হবেন দাবি করে তিনি বলেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন হয়, এবার আমি জয়ী হবো। বগুড়ার কাহালুতে নির্বাচন সুষ্ঠু হয়েছিল। আমি জয়ীও হয়েছিলাম। কিন্তু ফলাফলে শেষ দিকে তারা আমাকে জিরো করে দিয়েছে। এ রকম এখানে (ঢাকা-১৭ আসনে) কিছু হবে কি না, তা আমি জানি না। সুষ্ঠু নির্বাচন হলে গ্যারান্টি দিয়ে বলতে পারি- আমিই জয়ী হবো। এখানে অন্য কোনো প্রার্থী জয়ী হতে পারবেন না।’