মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ১২:৩২:২৪

নতুন এক বিপদের মুখে থালাপতি বিজয়

নতুন এক বিপদের মুখে থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক: বিজয় থালাপতির বিরুদ্ধে পুলিশি অভিযোগ। অভিনেতার আসন্ন ‘লিও’ ছবির ‘না রেড্ডি’ গানের দৃশ্য প্রকাশ পেতেই ঝামেলা শুরু হয়। যদিও গানটির একটি লিরিকাল ভিডিও প্রকাশ পেয়েছে সবে। সেই দেখেই চটেছেন অনেকে। 

সেখানে মেগা তারকা বিজয়ের ঠোঁটে জ্বলন্ত সিগারেট। পিছনে থাকা নৃত্যশিল্পীদের হাতে পানীয়ের গ্লাস। এই গানের অফিসিয়াল ভিডিয়ো অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু তার আগেই প্রায় হইচই পড়ে গিয়েছে গানটি নিয়ে। চেন্নাইয়ের এক সমাজকর্মী অভিনেতার বিরুদ্ধে মা'দক ব্যবহার এবং ম'দ্যপানে উস্কানির ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করেন। 

ছবিটি নিষিদ্ধ করারও দাবি জানান আরটিআই সেলভন নামের সেই সমাজকর্মী। রবিবার চেন্নাইয়ের নারকোটিক এবং সাইকোট্রপিক আইনের অধীনে বিজয়ের বিরুদ্ধে অভিযোগ জানান ওই সমাজকর্মী। ছবিটির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগে বলা হয়েছে, গানের মাধ্যমে বিজয় মা'দক সেবনকে প্রশয় দিচ্ছেন। সোমবার ওই সমাজকর্মী ফের ব্যক্তিগত ভাবে তার অভিযোগও জমা দিয়েছেন। ২০২৩ এর অন্যতম প্রতীক্ষীত ছবি ‘লিও’। মেগা তারকা বিজয়ের ৪৯ তম জন্মদিনের প্রকাশ্যে আসে ছবির প্রথম ঝলক।

তারপর থেকেই অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাওয়ার কথা এই ছবির। তার আগে কি কাটবে আইনি জট নাকি নতুন কোনও বিড়ম্বনায় জড়াবে বিজয়ের ছবি!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে