মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ১২:৫১:৩১

সম্পর্কের শেষরক্ষা হল না, সেলিনা গোমেজ়ের কাণ্ড দেখে ধোঁয়াশা!

সম্পর্কের শেষরক্ষা হল না, সেলিনা গোমেজ়ের কাণ্ড দেখে ধোঁয়াশা!

বিনোদন ডেস্ক: হলিউডের অন্যতম জনপ্রিয় পপ তারকা তিনি। ডিজ়নির হাত ধরে শিশুশিল্পী ও অভিনেত্রী হিসাবে পথচলা শুরু সেলিনা গোমেজ়ের। তার পর অবশ্য বড় হয়ে নিজেকে গায়িকা হিসাবে প্রতিষ্ঠা করেছেন সেলিনা। অর্জন করেছেন পপ তারকার তকমা। 

তবে পেশাগত জীবনের থেকে সে‌লিনার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি উৎসাহ অনুরাগীদের। দীর্ঘ দিন ধরে পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে ছিলেন সেলিনা। কখনও সেই সম্পর্ক ভেঙেছে, কখনও আবার একসঙ্গে ফিরেছেন যুগল। তবে এখন সে সব অতীত। মডেল হাইলি বিবারকে বিয়ে করে জাস্টিন এখন ঘোর সংসারী। 

বেশ কয়েক মাস আগে ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ডের প্রাক্তন সদস্য জ়েইন মালিকের সঙ্গে নাম জড়ায় সেলিনার। শোনা যায়, জ়েইনের সঙ্গে প্রেম করছেন তিনি। তবে সম্প্রতি নাকি চিড় ধরেছে সেই সম্পর্কে। গায়িকার সামাজিক মাধ্যমের পাতা থেকেই মিলল সেই প্রমাণ।

চলতি বছরের মার্চ নাগাদ শোনা যায়, একে অপরের প্রেমে পড়েছেন জ়েইন ও সেলিনা। নিউ ইয়র্কের রেস্তোরাঁর বাইরে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায় তাদের। একে অপরের ঠোঁটে চুম্বনও আঁকেন যুগল। সামাজিক মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে সেই ছবি। দুই তারকার প্রেমের খবরে উৎসাহ কয়েক গুণ বেড়ে গিয়েছিল তাদের অনুরাগীদের।

তবে সেই প্রেমের বয়স মাত্র তিন মাস। সম্প্রতি দেখতে পাওয়া যায়, জ়েইনকে ইনস্টাগ্রামের পাতায় ‘আনফলো’ করেছেন সেলিনা। অথচ, আগে গায়ককে ফলো করতেন তিনি। তবে কি আর শেষরক্ষা হল না সম্পর্কে? তেমনটাই মনে করছেন গায়িকার অনুরাগী মহল। 

কয়েক দিন আগে নিজেকে একটি ভিডিওয় ‘সিঙ্গল’ বলেও দাবি করেন সেলিনা। তাতেই আরও দৃঢ় হয়েছে অনুরাগীদের এই ধারণা। সেলিনার আগে দীর্ঘ দিন ধরে সুপারমডেল জিজি হাদিদের সঙ্গে সম্পর্কে ছিলেন জ়েইন। এক কন্যাসন্তানের বাবা-মা তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে