মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ০৪:০২:৫৩

অনুরাগ কাশ্যপের ধমক খেয়ে সারারাত ঘুমাতে পারেননি নওয়াজ

অনুরাগ কাশ্যপের ধমক খেয়ে সারারাত ঘুমাতে পারেননি নওয়াজ

বিনোদন ডেস্ক: অভিনয় করতে গিয়ে পরিচালকের কাছে বকা খাওয়া একেবারেই সাধারণ ব্যাপার। কিন্তু শুটিংয়ের প্রথম দিনে নওয়াজ যে এই পরিমাণ কথা শুনবেন তাও খোদ পরিচালকের কাছে! যেন ভাবতেই পারেন নি।

গ্যাংস অফ ওয়াসিপুর, বিখ্যাত এবং ঐতিহাসিক ছবি। কিন্তু এই ছবিতে অভিনয় করতে গিয়েই পরিচালক অনুরাগ কাশ্যপের কাছে মারাত্মক বকা খান নওয়াজ উদ্দিন সিদ্দিকী। কেন? একজন এইমাপের অভিনেতা তিনিও পরিচালকের মন রাখতে পারেননি? নিজের সত্বা বিসর্জন দিয়ে একেবারে আল প্যাসিনো হয়ে গিয়েছিলেন তিনি! 

অন্তত পরিচালক অনুরাগ কাশ্যপ তাই বলেছিলেন তাকে। অভিনেতার কথায়, “আমার অভিনয় দেখে অনুরাগ বলেন আল প্যাসিনো হয়ে এসেছো কেন? ওর মতোই নাকি কথা বলছি। রাতের বেলা এমন ধমক খেলাম। আমি বাধ্য হলাম নিজের সত্ত্বা ফিরিয়ে আনতে। সারারাত ঘুমাতে পারিনি। পরের দিন যখন গেলাম তখন নওয়াজ হয়েই গেলাম।”

অভিনয় করতে গেলে অনেককিছু সহ্য করতে হয়। একটা পাওয়ারফুল চরিত্রে অভিনয় করতে গেলেও নিজেকে বদলাতে হয়। নিজেকে কিভাবে শান্ত রাখতে হয়, একথাই বলেছিলেন অনুরাগ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে