বিনোদন ডেস্ক: দেবাশীষ বিশ্বাস পরিচালিত অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী অভিনীত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমা দিয়েই দীর্ঘদিন পর চলচ্চিত্রে পদার্পন করেন অপু বিশ্বাস। আর এই সিনেমার প্রচারে গিয়ে বাপ্পির সঙ্গে অপু বিশ্বাসের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
অবশেষে এই গুঞ্জনের নেপথ্যের গল্প জানা গেল। জানা গেল, এই গুঞ্জনটা পুরো পরিকল্পনা করেই ছড়ানো হয়েছিল। আরো বিস্ময়কর ব্যাপার হলো পরিকল্পনা ছিল অপু বিশ্বাসের নিজেরই। না অন্য কোনো মাধ্যমে পাওয়া খবর নয় এটি। অপু বিশ্বাস নিজেই এই ঘটনা প্রকাশ করেছেন।
দেশের বেসরকারি স্যাটেলাইট টিভি নাগরিক টেলিভিশনের ঈদের অনুষ্ঠানে গিয়ে উপস্থাপক সৈকত সালাউদ্দিনের প্রশ্নের জবাবে কঠোর গোপনীয়তায় থাকা এ তথ্য প্রকাশ করেন।
কিন্তু কেন এই পরিকল্পনা করেছিলেন অপু? এটারও সাবলীল জবাব দিয়েছেন কোটি টাকার কাবিন নায়িকা। বলেছেন, ‘‘আমি চলচ্চিত্রে ব্যাক করছিলাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ চলচ্চিত্রের মাধ্যমে। আমি নায়িকা হিসেবে ফিরছি, সাধারণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য পরিচালক দেবাশীষ দাদা ও বাপ্পির সঙ্গে মিলে এই পরিকল্পনা করি। এবং এটা কাজে দেয়। আমি চলচ্চিত্রে ফিরেই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই।’’ তারায় তারায় এই অনুষ্ঠানটি দেখা যাবে ঈদের ষষ্ঠদিনে।