মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ০৫:৩৪:০৩

ব্যক্তিগত জীবন নিয়ে সবকিছু জানালেন শ্রাবন্তী

ব্যক্তিগত জীবন নিয়ে সবকিছু জানালেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: শ্রাবন্তী চ্যাটার্জী। এই টলিউড অভিনেত্রীর সিনে জীবন যেমন উত্থান-পতন, ভাঙা-গড়ায় পরিপূর্ণ তেমনই তার ব্যক্তিগত জীবনও। তার বিয়ে-সম্পর্ক নিয়ে মাঝে মাঝেই খবর হয়। তবে শ্রাবন্তী নিজে ব্যক্তিগত জীবন নিয়ে সেভাবে কিছু বলেন না। 

তবে এবার বেশ কিছু প্রশ্নের জবাব দিলেন তিনি। 'দেবী চৌধুরানী'-ছবি নিয়ে আলোচনায় শ্রাবন্তী জানালেন, তার ব্যক্তিগত জীবনে টানাপোড়েন আছে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী' ছবিতে শ্রাবন্তীকে দেখা যাবে প্রফুল্ল চরিত্রে। সেই প্রফুল্ল কীভাবে দেবী চৌধুরানী হয়ে উঠবেন, তার কাহিনী দেখা হবে। 

প্রশ্ন করা হয়, শ্রাবন্তী কি দেবী চৌধুরানীর সঙ্গে নিজের জীবনকে রিলেট করতে পারেন? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, 'দেবী চৌধুরানী যেমন একাই একশ, আমার মনে হয় আমিও তেমন। আমি নিজের জীবনের সঙ্গে ওই ঐতিহাসিক চরিত্রকে রিলেট করতে পারি। প্রফুল্ল যেমন দেবী চৌধুরানী হতে পেরেছিলেন, তার জীবনে যেমন অনেক চাপ ছিল, পারিপার্শ্বিক সংকট ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে বদলেছে শিখেছে।' 

তারপরই ব্যক্তিগত জীবন নিয়ে শ্রাবন্তী বলেন, 'আমার জীবনটাও অনেকটা সেই রকমই। ছোটোবেলা থেকে অভিনয়ে প্রবেশ করেছি। সেখান থেকে আমার জীবনে অনেক টানাপোড়েন, সব কিছু মিলিয়ে কোথাও গিয়ে একটা ছবির চরিত্রের সঙ্গে মিল তো পাই।'

শ্রাবন্তী আরও বলেন, 'ব্যক্তিগত জীবন বা অভিনয়ের জগৎ, সবক্ষেত্রেই আমি এখনও শিখি। তবে আমার মনে হয় আমি একা শ্রাবন্তী নয়, ঘরে ঘরে অনেক মহিলারা আছেন, যারা একা বাড়ি চালান। লড়াই চালাচ্ছে। আমার মনে হয় দেবী চৌধুরানী অনেকের অনুপ্রেরণা হতে চলেছে।' 

প্রসঙ্গত, ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই চরিত্র নিয়ে ইন্ডাস্ট্রির বুম্বাদা দারুণ এক্সাইটেড বলে জানিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এর আগেও 'দেবী চৌধুরানী' বড় পর্দায় হয়েছে। নাম ভূমিকায় ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে