মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ০৫:৫৯:০১

নিজের বাবার সঙ্গে ওই ঘনিষ্ঠ ছবিই ক্যারিয়ার শেষ করে অভিনেত্রীর

নিজের বাবার সঙ্গে ওই ঘনিষ্ঠ ছবিই ক্যারিয়ার শেষ করে অভিনেত্রীর

বিনোদন ডেস্ক: পূজা ভাট বিগ বস ওটিটি ২-তে এখন আর শুধু প্যানেলিস্ট নন, সারপ্রাইজ প্রতিযোগীও বটে। সালমান খানের এই ঘোষণার পর থেকেই নেট দুনিয়া ভাগ হয়ে গিয়েছে দুটি অংশে। 

অনেকেই মনে করছেন যে বিগ বসে যোগ দেওয়া উচিত হয়নি পূজা ভাটের আবার অনেকের মনে করছেন যে বিগ বসের জন্যই পূজা ভাট তার রহস্যময় ডেরা থেকে বাইরে বেরিয়ে আসতে সফল হয়েছেন। প্রসঙ্গত, ৯০ দশকের দুষ্টু-মিষ্টি অভিনেত্রী হিসাবেই পরিচিত ছিলেন পূজা। 

বাবা মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। জড়িয়েছেন একাধিক বিতর্কে। পূজা যখন তার কেরিয়ার শুরু করেছিলেন সেই সময় তিনি ছিলেন সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন। বোল্ড শ্যুট থেকে শুরু করে বিকিনি, সেই সময় পূজা ছিলেন ইন্ডাস্ট্রির অন্যতম নতুন ও ফ্রেশ মুখ। 

তবে কেরিয়ারের মধ্যগগনে যখন পূজা ভাট ঠিক সেই সময়ই অভিনেত্রীকে নিয়ে বড় বড় বিতর্ক শুরু হয়ে যায়। আসলে এক ম্যাগাজিনের কভার ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছিল বাবা মহেশ ভাটের সঙ্গে লিপলক অবস্থায়। আর এই ছবি প্রকাশ্যে আসা মাত্রই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে হাঙ্গামা শুরু হয়ে যায়। 

এই বিতর্ককে ধামাচাপা দিতে সাংবাদিক সম্মেলনও করা হয়েছিল। কিন্তু বিতর্ক চেপে থাকেনি। বরং তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। নিজের বাবার সঙ্গে ওই ঘনিষ্ঠ ছবিই ক্যারিয়ার শেষ করে অভিনেত্রীর। ৮০-র দশক চলছে সেই সময়। বোল্ডনেস ও সাহসী অবতারের জন্য পূজা ভাট রীতিমতো চর্চিত। 

প্রথমদিকে সবাই পূজা ভাটকে তার ভাগ্যের জন্য বাহবা দিলেও, ১৯৮৯ সালে ড্যাডি সিনেমায় অভিনেত্রী তার অভিনয় দিয়ে প্রমাণ করেন যে তিনি বড় মাপের অভিনেত্রী। এরপর ১৯৯১ সালে পূজার ঝুলিতে আসে দিল হ্যয় কী মানতা নেহি ও সড়ক সিনেমা। আর এই বছরেই মহেশ ভাটের সঙ্গে পূজার ছবি প্রকাশিত হয় ম্যাগাজিনে। 

তবে এই ছবি আর পাঁচটা সাধারণ বাবা-মেয়ের ছবির মতো ছিল না। চর্চিত সেই ছবিতে দেখা গিয়েছে, পূজা মহেশ ভাটের কোলে বসে রয়েছে এবং মহেশ ভাট মেয়ের ঠোঁটে কিস করছেন। এই ফটোশ্যুট স্টারডাস্ট ম্যাগাজিনের জন্য করেছিলেন তারা। এরপর সেই ম্যাগাজিনের কভার ছবি প্রকাশ্যে এলে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাপ-মেয়ে দুজনকেই। 

এই ছবি প্রকাশ্যে আসার পরই এউ দুজনকে নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। বিতর্ক এতটাই বাড়াবাড়ি পর্যায় চলে যায় যে তা নিয়ন্ত্রণ করতে সাংবাদিক সম্মেলন ডাকতে হয়। যদিও সেই বৈঠকে এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছিলেন পরিচালক। 

পূজাকে কিস খাওয়ার বিষয় নিয়ে মহেশ ভাট সাংবাদিক বৈঠকে বলেন, পূজা যদি আমার মেয়ে না হত, তবে হয়ত আমি তাকে বিয়ে করে নিতাম। আর এই মন্তব্য যেন বিতর্কে ঘি যোগ করে। এই বিতর্ক এতবছর পরও থিতু হয়ে যায়নি। আজও এটা নিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনা হয়। 

পূজাকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে দুলকার সালমানের চুপ রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট ছবিতে। এরপর আর কোনও সিনেমা বা সিরিজ তিনি করেননি। বিগ বস ওটিটি ২-তে এখন যোগ দিয়েছেন তিনি। পূজা এই সিজনের সবচেয়ে জোরদার প্রতিযোগী, যিনি তার মদ্যপানের আসক্তি ও তার জীবনকে নিজের মতো করে দেখার মনোভাব নিয়ে রোজই শিরোনামে থাকছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে