মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ০৬:০৯:৫৯

৩১ বছর আগের সেই অনুতাপে আজও পুড়ছেন শাহরুখ খান

৩১ বছর আগের সেই অনুতাপে আজও পুড়ছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক:  তখনও ট্রাফিক আইন আজকের মতো কড়া নয়। সেই সুযোগে হেলমেট ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়েছিলেন শাহরুখ খান। সঙ্গী একদল বন্ধু। তাদের কারও মাথায় হেলমেট নেই। সেই অবস্থায় তারা চুটিয়ে বাইক চালিয়েছেন। গান গাইতে গাইতে। 

সেই কাজের জন্য ৩১ বছর পরে অনুতপ্ত নায়ক। সম্প্রতি তিনি অনুরাগীদের বার্তা দিয়েছেন, ‘আমার মতো ভুল আপনারা করবেন না।’ ৩১ বছর আগে তাঁর প্রথম ছবি ‘দিওয়ানা’। সেখানেই তিনি হেটলেট না পরে বাইক চালানোর দৃশ্য শুট করেছিলেন। 

বলিউডে ৩১ বছর পার। সুযোগ পেলেই অতীত ফিরে দেখছেন শাহরুখ। পুরনো ক্লিপিং নতুন করে তার টুইটে ভাইরাল। অনুরাগীরাও আবেগে ভাসছেন। তাদের উদ্দেশ্যেই অভিনেতার বক্তব্য, সবটাই ছবির কারণে। এই দৃশ্য দেখে তারাও যেন একই ভাবে রাস্তায় না বেরোন।

কেন ৩১ বছর পরে এই বিশেষ বার্তা? তার কারণও দেখিয়েছেন শাহরুখ। অভিনেতার যুক্তি, সড়ক দুর্ঘটনা এবং সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা— দুই ক্ষেত্রেই ভারত বিশ্বের এক নম্বর দেশ। এই দুর্ঘটনাগুলির বেশির ভাগই দুই চাকার যান থেকে ঘটে। চালকেরা হেলমেট না পরে বাইক চালানোর কারণে। 

তারপরেও জনগণ সজাগ নন। নিরাপত্তা আইন না মেনে হেলমেট ছাড়াই পথে বেরিয়ে পড়েন। দায়ী করেন রুপোলি পর্দার অভিনেতাদের। যুক্তি, তাদের পর্দায় অভিনয় দেখেই নাকি অনুপ্রাণিত। পছন্দের নায়কের মতো হেলমেট ছাড়াই বাইক চালাতে চেষ্টা করেন তারাও। তাই শাহরুখের এই সতর্কবার্তা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে