বুধবার, ২৮ জুন, ২০২৩, ০৩:০০:৩০

ফের মা হচ্ছেন শুভশ্রী, সুখবর জানালেন রাজ

ফের মা হচ্ছেন শুভশ্রী, সুখবর জানালেন রাজ

বিনোদন ডেস্ক: পরিচালক রাজ চক্রবর্তীর পরিবারে ফের সুখবর। দ্বিতীয়বার মা হতে চলেছেন রাজ-ঘরণী তথা টলিউডের অন্যতম অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এবারও তাদের জীবনের এই আনন্দের সংবাদটি ভাগ করে নিলেন সকলের সঙ্গে। 

সোশ্যাল মিডিয়াতেই রাজ-শুভশ্রী জানিয়ে দেন যে তাদের পরিবারে দ্বিতীয় সদস্য আসতে চলেছে। ইউভান হওয়ার তিনবছর পর শুভশ্রী দ্বিতীয়বার মা হওয়ার সুখ অনুভব করলেন। রাজ ও শুভশ্রী দুজনেই তাদের সোশ্যাল মিডিয়া পেজে ইউভানের ছবি শেয়ার করেছেন। 

শুভশ্রী এবং রাজের হাত ধরে লাফাচ্ছে তাদের তিন বছরের খুদে। সেই ছবিতে শুধু দেখা যাচ্ছে তাদের হাত। ইউভানের চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। পরনে সাদা টি-শার্ট। যেখানে লেখা 'বড় দাদা'। ক্যাপশনে লেখা, ইউভান এবার বড় দাদায় উত্তীর্ণ হল। 

এই ছবি ও ক্যাপশন থেকেই স্পষ্ট যে শুভশ্রী ফের মা হচ্ছেন। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই শুভশ্রীর কমেন্ট বক্স উপছে গিয়েছে শুভেচ্ছায়। মৌনী রায়, শ্রাবন্তী সহ একাধিক তারকারা শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।

২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী৷ তারপর প্রথম বার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয় বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি৷ তবে তা যে এমন সুখবরের পূর্বাভাস তা অনেকেই আন্দাজ করেননি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে