বিনোদন ডেস্ক: সংসারের জন্য অভিনয় ছাড়েন বলিউডের একদা জনপ্রিয় অভিনেত্রী আসিন থোত্তুমকল। এ বার আসিনের সেই সুখের সংসারেই নাকি অশান্তির আঁচ। গুঞ্জন, শিল্পপতি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে চলেছে অভিনেত্রীর। একটি কন্যাসন্তানও রয়েছে। কিন্তু হঠাৎ কি এমন হল অভিনেত্রীর দাম্পত্য জীবনে?
গুঞ্জনের সূত্রপাত অভিনেত্রীর সামাজিক মাধ্যমের পাতা থেকে। সেখানে চোখ রাখলেই দেখা যাবে, অভিনেত্রীর নিজের ইনস্টাগ্রাম থেকে স্বামী রাহুল শর্মার সঙ্গে সব ছবি সরিয়ে দিয়েছেন। এমনকি, বিয়ের ছবিও আর নেই তার অ্যাকাউন্টে। তারপর থেকেই ছড়িয়েছে এই জল্পনা, তা হলে কি সম্পর্ক ভাঙতে চলেছে আসিন-রাহুলের?
যদিও এই খবর পাঁচকান হতে অভিনেত্রীর পক্ষে মাঠে নেমেছেন তার ফ্যান পেজের সদস্যরা। তাদের দাবি, আসিন এই প্রথম নয়, আগেও তার ব্যক্তিগত জীবনের ছবি মুছে ফেলেছেন। যেমন অভিনেত্রী নিজের মা-বাবার ছবি মুছে দেন। তার অর্থ এটা নয় যে, আসিনের দাম্পত্য জীবনে কোনও সমস্যা আছে। তাই তাদের দাবি, এই ধরনের জল্পনা একেবারেই ভিত্তিহীন।
১৫ বছর বয়সে দক্ষিণী সিনেমায় কেরিয়ার শুরু করেছিলেন আসিন। মালয়ালম, তামিল এবং তেলুগু ছবিতে অভিনয় করার পর ২০০৮ সালে বলিজগতে পা রাখেন অভিনেত্রী। তার প্রথম হিন্দি ছবি ‘গজনি’। প্রথম ছবিতেই আমির খানের নায়িকা হয়ে কাজ করেন তিনি।
আমির এবং আসিন অভিনীত ‘গজনি’ ছবিটি বক্স অফিসে বিপুল ব্যবসা করে। তারপর আর ফিরে তাকাতে হয়নি আসিনকে। একের পর এক বলিপাড়ার নামী তারকাদের সঙ্গে অভিনয় করেন তিনি। সালমান খান, অজয় দেবগন, অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পান আসিন।
অভিনেত্রীর কেরিয়ার যখন উড়ান নিচ্ছে সেই সময় এক নামকরা মোবাইল সংস্থার মালিকের রাহুল শর্মার সঙ্গে ২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন তিনি। তার এক বছরের মাথায় কন্যা আরিনের জন্ম। তারপর থেকে স্বামী-কন্যা সংসার নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।