বিনোদন ডেস্ক: দুর্গম পাহাড়ে মিললো নায়কের মৃতদেহ! সাউথ ক্যালিফোর্নিয়া মাউন্টেনে চড়তে গিয়ে প্রাণ হারালেন অস্কারে মনোনীত অভিনেতা জুলিয়ান স্যান্ডস। কীভাবে মৃত্যু হল বিশ্বখ্যাত অভিনেতার? ঘনাচ্ছে রহস্য!
পাঁচ মাস আগে নিখোঁজ হয়েছিলেন জুলিয়ান। মাউন্ট বল্ডি জঙ্গুলে এলাকায় অভিনেতার দেহ মিলেছে। লস অ্যাঞ্জেলসে থাকতেন জুলিয়ান। ৬৫ বছরের অভিনেতা হাইকার হিসেবে পরিচিত। বিভিন্ন পাহাড়ে ঘুরে বেড়ানোই তার নেশা। গত ১৩ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন জুলিয়ান।
শহরের উত্তরের দিকে ১০ হাজার ফুটের একটি পর্বতচূড়ায় ওঠার পর থেকে আর তার খোঁজ মেলেনি। কিন্তু এখনও মৃত্যুর কারণ বোঝা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় সকলে। অভিনেতার মৃত্যুদেহ পাওয়ার আগে তার পরিবার বিবৃতি জারি করেছে।
বিবৃতিতে লিখেছে, ‘জুলিয়ান একজন চমৎকার বাবা, স্বামী, ভ্রমণপিপাসু, প্রকৃতির প্রেমিক এবং অভিনয়শিল্পী। তাকে সেভাবেই মনে রেখে দেব আমরা।’ ইংল্যান্ডেই জন্ম জুলিয়ানের। ৪০ বছরের কেরিয়ারে অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি। হলিউডে কাজ করার জন্য ইংল্যান্ড থেকে আমেরিকা পাড়ি দিয়েছিলেন তিনি।