বিনোদন ডেস্ক: বুধবার বাতাসের তাপমাত্রা খানিকটা কম থাকলেও, বৃষ্টিতে ভিজে খানিকটা উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী দীপিকা সিং। সোশ্যাল মিডিয়ায় সদ্যই বেশ কিছু ছবি শেয়ার করেছেন দীপিকা। ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে, ব্লু হট প্যান্টের সঙ্গে হোয়াট স্টাইলিশ টপে বৃষ্টিতে ভিজে ক্যামেরার লেন্সে পোজ দিতে।
বর্ষাকে স্বাগত জানাতে দীপিকা সিংয়ের এই অভিনব প্রয়াস, নজর কেড়েছে অনুরাগীদের। ছবিতে দীপিকাকে দেখা গিয়েছে ছাতা ছাড়া, বৃষ্টিতে ভেজা খোলা চুলে নেচে উঠতে। অভিনেত্রীর বোল্ড লুকের সঙ্গে মিষ্টি হাসিতে ফিদা নেটপাড়ার বাসিন্দারা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ভিজে গেছি।’
ছবির কমেন্টে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। অনেকেই দীপিকার মিষ্টি হাসির প্রশংসা করেছেন। স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘দিয়া অর বাতি হাম’ -এ কাজ করে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন দীপিকা সিং। জিন্দেগি কা হর রঙ, গুলাল, নাচ বালিয়ে, ইয়া রিশতা কেয়া কেহলাতা হ্যায়, ইয়ে হ্যায় মহাবাতে কাজ করেছেন।
১৯৮৬ সালের ২৬ জুলাই দিল্লির এক যৌথ পরিবারে বড় হয়েছেন দীপিকা সিং। দীপিকার আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল ছিলনা। বড় সন্তান হওয়ার জন্য অনেক ওঠাপড়ার সাক্ষী তিনি। দীপিকা পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটিতে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেছেন।
দীপিকা তার টেলিভিশন ধারাবাহিকের পরিচালক রোহিত রাজ গোয়েলকে ২০১৪ সালের ২ মে বিয়ে করেছিলেন। ২০১৭ সালের জানুয়ারীতে তিনি গণমাধ্যম এবং তার ভক্তদের কাছে তার মা হওয়ার সংবাদ প্রকাশ করেছিলেন। ২০১৭ সালের মে মাসে তিনি একটি ছেলের জন্ম দিয়েছিলেম এবং অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন।