বিনোদন ডেস্ক: হাসপাতালে সৃজিত মুখার্জী। বুকে ব্যথা। পরীক্ষা চলছে। বুধবার দুপুর থেকে এ রকমই খবর টলিউডের আনাচে কানাচে। সত্যিই ‘জাতিস্মর’ পরিচালক অসুস্থ? সিরিজ ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র শুট সবে শেষ করেছেন।
তারপরেই ব্যস্ত পরের ছবি ‘দশম অবতার’-এর রেকিতে। কোনও ছুটি না নিয়েই কাজ শুরু করে দিয়েছেন। ছবির মূল আকর্ষণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এসভিএফের প্রযোজনায় ‘কপ ওয়ার্ল্ড’-এর ছবিটি মুক্তি পাওয়ার কথা পুজোয়।
টানা কাজের কারণেই কি এই অসুস্থতা? পরিচালক-ঘরণি রফিয়াত রশিদ মিথিলা পরিচালক-স্বামীর অসুস্থতার খবরে উড়ে গেছেন বাংলাদেশ থেকে। তিনি আশ্বস্ত করেছেন, চিন্তার কারণ নেই। ভাল আছেন সৃজিত। প্রকৃত ঘটনা কী?
মিথিলা জানিয়েছেন, সম্প্রতি চিকিৎসকের কাছে যেতে হয়েছিল পরিচালককে। তিনি কিছু পরীক্ষার কথা বলেছিলেন। সেই পরীক্ষা করাতেই তিনি বুধবার হাসপাতালে পৌঁছোন। মিথিলা এখন কলকাতায়। তিনি সৃজিতের সঙ্গেই ছিলেন। দু’জনকে হাসপাতালে দেখেই তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে।
মিথিলার কথায়, ‘‘সম্পূর্ণ সুস্থ সৃজিত। চিকিৎসকের পরামর্শ মেনে কিছু পরীক্ষা করতে হাসপাতালে গিয়েছিল। সে সমস্তই হয়ে গিয়েছে। আমরা বাড়ি ফিরে এসেছি।’’ তার আগে কাজ থেকে ছুটি নিয়েছেন জানিয়ে একটি পোস্টও করেন পরিচালক। মজা করে লিখেছিলেন, ‘প্রতিদিনের মতো আজও কাজে যাব ঠিক করেছিলাম। কিন্তু মত বদলে গেল!’