বুধবার, ২৮ জুন, ২০২৩, ০৯:০৭:৩১

নেতাজির পর আরও বড় চমক নিয়ে আসছেন রাজকুমার রাও

নেতাজির পর আরও বড় চমক নিয়ে আসছেন রাজকুমার রাও

বিনোদন ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকায় তাকে দেখেছেন দর্শক। বোস: ডেড/অ্যালাইভ ছবিতে। তার অভিনয়ের প্রশংসাও করেছেন সবাই। পাশাপাশি, বাণিজ্যিক ছবিতেও তিনি অনায়াস। খুব শিগগিরি ‘স্ত্রী’র সিক্যুয়েলও শুট করতে চলেছেন।

তার আগেই ফের নতুন খবরে অভিনেতা রাজকুমার রাও। আবারও নাকি তাকে স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় দেখা যাবে। এবার কার ভূমিকায় তিনি? জানা গিয়েছে, ভগৎ সিংকে নিয়ে আবারও বড়পর্দার জন্য ছবি হতে চলেছে। সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার।

খবর, ইতিমধ্যেই নাকি ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। লেখকদের একটি দল জোর গবেষণা চালাচ্ছেন স্বাধীনতা সংগ্রামীর উপরে। তারা সংগ্রামীর জীবনের নানা দিক খুঁটিয়ে দেখছেন। এই কাজ শেষ হতে সময় নেবে ৬-৮ মাস। সম্ভবত তার পরে শুট শুরু হবে। 

শুধু অভিনয় নয়, এই প্রকল্পের সঙ্গে রাজকুমার আরও নানা ভাবে জড়িত। ফলে, প্রকল্পটির জন্য তিনিও যথেষ্ট আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। রাজকুমার আপাতত ‘স্ত্রী’র সিক্যুয়েলের জন্য নিজেকে প্রস্তুত করছেন। তিনি যখনই অনুরাগীদের মুখোমুখি হন তখনই তাঁকে ‘স্ত্রী’র সিক্যুয়েলের জন্য অনুরোধ জানানো হয়। 

ছবিতে তার আর শ্রদ্ধা কাপুরের জুটি দর্শকদের পছন্দ হয়েছিল। আগামী ছবিতে সেই জুটি ফিরছে। এছাড়াও থাকবেন অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পঙ্কজ ত্রিপাঠী। বড় চমক, বরুণ ধাওয়ান একটি বড় ক্যামিও চরিত্রে সম্ভবত দেখা দেবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে