বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩, ১১:৪০:০৯

অচৈতন্য হয়ে আইসিইউতে ম্যাডোনা, যাবতীয় অনুষ্ঠান বাতিল!

অচৈতন্য হয়ে আইসিইউতে ম্যাডোনা, যাবতীয় অনুষ্ঠান বাতিল!

বিনোদন ডেস্ক: কিংবদন্তি পপ-তারকা ম্যাডোনা অসুস্থ। কয়েক দিন আগে নিজের বাড়িতে অচৈতন্য হয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসার জন্য হাসপাতালের আইসিইউ বিভাগে বেশ কয়েকদিন থাকতে হয়েছিল গায়িকাকে। 

বর্তমানে ৬৪ বছরের কিংবদন্তি বাড়িতে ফিরলেও চিকিৎসা চলছে। ম্যাডোনার ম্যানেজার জানিয়েছেন, গুরুতর জীবাণু সংক্রমণের কারণে অসুস্থ হয়ে পড়েছেন গায়িকা। আপাতত তার চিকিৎসা চলবে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের ম্যাডোনার যাবতীয় অনুষ্ঠানগুলি অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হচ্ছে।

বুধবার ইনস্টাগ্রামে ম্যাডোনার অসুস্থতার কথা ভক্তদের জানান ম্যানেজার গাই ওসেরি। তার কথায়, “একটি গুরুতর জীবাণু সংক্রমণ ধরা পড়েছে। ফলে আইসিইউতে বেশ কয়েকদিন থাকতে হয়েছে” গায়িকাকে। আরও জানান, তাঁর স্বাস্থ্যের উন্নতি হলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন। 

ফলে আগামী যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। কিছুদিন পরেই ‘ওয়ার্ল্ড ট্যুরে’র কথা ছিল, তাও আপাতত স্থগিত করা হচ্ছে। গাই জানিয়েছেন, কিংবদন্তি গায়িকা সেরে উঠলেই চুক্তি অনুযায়ী যাবতীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

আমেরিকার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দায়িত্ব নিয়ে অসুস্থ ম্যাডোনার দেখভাল করছেন তার মেয়ে লর্ডেস লিওন। সম্প্রতি সঙ্গীত জীবনে চল্লিশ বছর উদযাপনে ‘সেলিব্রেশন ট্যুরে’র ঘোষণা করেছিলেন পপ তারকা। 

ভ্যাঙ্কুভারে ১৫ জুলাই তা শুরু হওয়ার কথা ছিল। আমেরিকার পর ইউরোপ হয়ে ১ ডিসেম্বরে আমস্টারডামে শেষ জলসার হওয়ার কথা ছিল। বর্তমান পরিস্থিতিতে যাবতীয় সফর বাতিল করা হল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে