বিনোদন ডেস্ক: অনামিকা চক্রবর্তীর অনুরাগীরা কি একটু হতাশ? তাকে তারা ‘ডাক্তার উজান চট্টোপাধ্যায়’ ওরফে শন বন্দ্যোপাধ্যায়ের বাহুডোরে দেখতেই বেশি পছন্দ করতেন! সৌজন্যে ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’।
পর্দার সেই রসায়ন অবশ্য কোনও দিনই বাস্তব হয়নি। অনামিকা ওরফে ‘হিয়া’ গত আড়াই বছর ধরে জড়িয়ে রয়েছেন উদয়প্রতাপ সিংয়ের সঙ্গে। ধারাবাহিক ‘মিঠাই’-এর কল্যাণে যিনি ছোটপর্দার ‘রাতুল’।
তাদের প্রেম কোনও দিন গোপন ছিল না। উদয়-অনামিকা তাদের বিয়েটাও গোপন রাখলেন না। ঘড়ির কাঁটা বুধবারের মধ্যরাত পেরিয়ে গিয়েছে। আচমকাই সামাজিক পাতায় ভেসে উঠেছে তাদের সদ্য বিয়ের ছবি! চওড়া সিঁদুর নায়িকার সিঁথিতে। তাকে জড়িয়ে পাশে উদয়। তার আঙুলে তখনও সিঁদুরের দাগ স্পষ্ট।
উদয়ের কথায়, ‘‘একদম ঘরোয়া ভাবে আইনি বিয়ে সেরেছি। বাড়িতেই বসেছিল আসর। মালাবদল, সিঁদুরদান আর রেজিস্ট্রি— এই ছিল বুধবারের অনুষ্ঠান। ইচ্ছে, আগামী বছরের শেষে আনুষ্ঠানিক বিয়ে সারব।’’
উদয়-অনামিকা এক ছাদের নীচেই থাকবেন। খুব শিগগিরিই ছোট্ট মধুচন্দ্রিমা সারতে উড়ে যাবেন উত্তরবঙ্গে। সঙ্গে থাকবেন অভিনেতার স্কুলের বন্ধুরা। তাদের পরিবার। বৃহস্পতিবার সকাল থেকেই নিজেদের ঘর সাজিয়ে নিতে ব্যস্ত নব দম্পতি। সেই আনন্দের রেশ তার গলাতে।