বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩, ০৭:৪৫:২৮

‘আমার বড়ই অদ্ভুত লেগেছিল, আমি সেসব করতে রাজিও ছিলাম না’

‘আমার বড়ই অদ্ভুত লেগেছিল, আমি সেসব করতে রাজিও ছিলাম না’

বিনোদন ডেস্ক: খুব শিগগিরই স্ট্রিমিং হতে যাচ্ছে 'দ্য নাইট ম্যানেজার ২'। যেখানে অনিল কাপুর, আদিত্য রায় কাপুর, শোভিতা ধুলিপালাদের অভিনয় করতে দেখা যাবে। এই সিরিজে তিলোত্তমা সোম অভিনীত লিপিকা চরিত্রটিও দর্শকরা বেশ পছন্দই করেছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের লিপিকা চরিত্র থেকে শুরু করে ক্যারিয়ারের নানান বিষয় নিয়ে মুখ খুলেছেন তিলোত্তমা সোম। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিলোত্তমা জানিয়েছেন, ‘দ্য নাইট ম্যানেজার’-এর দ্বিতীয় সিজনে তার চরিত্রটি আরো নানা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে। 

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিলোত্তমা জানান, ‘তিনি তার ২০-৩০ বছর বয়সে যে পরিমাণ কাজ করেছেন, তার থেকে গত কয়েক বছরে বেশি কাজ করছেন। ওটিটির দৌলতেই তিনি বেশ কয়েক বছর ধরে অনেক কাজ করছেন। জানিয়েছেন, তার বেশ কিছু কাজ থিয়েটারে বিভিন্ন কারণে মুক্তি পায়নি।’

তিলোত্তমা সোম বলেন, ‘আমি ভাগ্যবান, জীবনের এই বয়সে এসে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে পারছি। থিয়েটার রিলিজের কোনো চাপ নেই। ওটিটি একটা সুন্দর পরিবর্তন এনেছে। এখানে ছোট, বড় সব অভিনেতাই কাজ করছেন। কোনো বিভাজন নেই।’

নিজের ক্যারিয়ার শুরুর দিনের কথা স্মরণ করে তিলোত্তমা বলেন, ‘আমি যখন মুম্বাই আসি, তখন আমার বয়স  ৩০ বছর। আমায় তখন শুনতে হয়েছিল অভিনেত্রী হওয়ার ক্ষেত্রে আপনি তো বেশ বুড়ি। আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল প্লাস্টিক সার্জারি করানোর।’

তিনি বলেন, আর সেই পরামর্শ বেশ ঠিকঠাক জায়গা থেকেই দেওয়া হয়েছিল। তখন এসব কথা শুনতে আমার বড়ই অদ্ভুত লেগেছিল। আর আমি সেসব করতে রাজিও ছিলাম না। আর এখন আমার বয়স ৪৪, এখনো কিন্তু আমি বেশ হট এবং সুখে জীবন কাটাচ্ছি। এই বয়সেও বিভিন্ন চরিত্রে আমি অভিনয় করছি। আশা রাখি, আমার জীবনের গল্প অনেককে অনুপ্রেরণা দিতে পারে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে