বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩, ০৮:০৬:২৪

চশমা পরলে মিয়া খলিফা বলে উত্ত্যক্ত করে: টয়া

চশমা পরলে মিয়া খলিফা বলে উত্ত্যক্ত করে: টয়া

বিনোদন ডেস্ক: এবার নতুন একধরনের উত্ত্যক্তের কথা প্রকাশ করলেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। নিজের ফেসবুকে জানালেন, মেয়েরা চশমা পরলে আর সেই ছবি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করলে নেটিজেনদের একাংশ মন্তব্য বাক্সে মিয়া খলিফা বলে উত্ত্যক্ত করে।

মিয়া খলিফা  একজন লেবানিজ-মার্কিন অনলাইন সেলিব্রিটি, ওয়েবক্যাম মডেল এবং প্রাপ্তবয়স্ক মডেল। যিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত প'র্নো'গ্রা'ফিক অভিনেত্রী ছিলেন। প'র্ন দুনিয়ায় তিনি ব্যাপকভাবে পরিচিত। এখন পরিচিত গোটা অনলাইন দুনিয়ায়। 

বাংলাদেশের মেয়েরা চশমা পরলেই এই প'র্ন তারকার সঙ্গে তুলনা করা হয় উল্লেখ করে টয়া বলেন, বাংলাদেশে চশমা পরা তো দেখি মহাবিপদ। ছেলে-মেয়ে নির্বিশেষে ওই চশমা পরা মেয়েটাকে মিয়া খলিফা বলে মনে করে এবং কমেন্ট শুরু করে।

মুমতাহিনা চৌধুরী টয়া একজন বাংলাদেশি মডেল, নৃত্যশিল্পী এবং টেলিভিশন অভিনেত্রী। টেলিভিশন নাটক এবং ধারাবাহিকগুলোতে কাজ করে থাকেন। টয়া অনেক বিজ্ঞাপনের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে পঞ্চম স্থান অধিকার করেছিলেন টয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে