বিনোদন ডেস্ক: কেটে গেছে তিন বছর তবে এখনও শেষ হয়নি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য। কেন কী কারণে আত্মহত্যা করলেন অভিনেতা, কে বা কারা তাকে প্ররোচণা দিলেন, আদৌ কি আত্মহত্যাই করেছিলেন সুশান্ত?
তা নিয়ে এখনও চিন্তিত তার ভক্তরা। সম্প্রতি অভিনেতার মৃত্যু নিয়ে হঠাৎই এক তথ্য প্রকাশিত হল৷ যা নিয়ে ফের শোরগোল পড়ে গিয়েছে ভারতের সোশ্যাল মিডিয়ায়৷
আর এই তথ্য সামনে আনলেন খোদ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ৷ সম্প্রতি দেবেন্দ্র ফড়নবিশের একটি সাক্ষাৎকারে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই নিয়ে বিস্তারিত মত প্রকাশ করেছেন৷
দেবেন্দ্র বলছেন, ‘একাধিক সাবস্টেনশিয়াল এভিডেন্সের ভিত্তিতে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল৷ আমরা তাদের কাছে পৌঁছেছি এবং তাদের অনুরোধ করেছি পুলিশের কাছে প্রমাণ জমা দিতে। আমরা বর্তমান সময়ের ভিত্তিতে প্রমাণের গুরুত্ব বিচার করার চেষ্টা করছি৷ এখনও পর্যন্ত তদন্ত চলছে৷ তবে এখনই এ নিয়ে কোনও মন্তব্য করা উচিত হবে না৷ দেখা যাক, তদন্তের ফল কী দাঁড়ায়৷’
২০২০ সালের জুন মাসে আচমকাই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর পাওয়া যায়৷ মুম্বাইয়ে তার বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেতার দেহ। আত্মহত্যা করেছেন তিনি নাকি তাকে হত্যা করা হয়েছে?
এই নিয়েই শুরু হয় তদন্ত। প্রথমেই তার পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। এমনকী সুশান্তের শেষকৃত্যেও দেখা যায় না রিয়াকে। সুশান্তের মৃত্যু তদন্তে যোগ দেয় সিবিআই থেকে শুরু করে নারকোটিক কন্ট্রোল ব্যুরো৷
সুশান্তের মৃত্যুর বিভিন্ন দিক তারা খতিয়ে দেখতে শুরু করেন৷ তদন্তে উঠে আসে সুশান্তকে মাদক দিতেন রিয়া নিজেই। সেই কারণে তাকে এনসিবি গ্রেফতার করে৷ বেশ কয়েকদিন জেলেই কাটে রিয়ার। তবে তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকায় ছাড়া পান রিয়া।