শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ০৩:৪৯:০০

নবনীতা বিচ্ছেদের ঘোষণা করলেও জীতুর গলায় অন্যসুর

নবনীতা বিচ্ছেদের ঘোষণা করলেও জীতুর গলায় অন্যসুর

বিনোদন ডেস্ক: তিনমাস আগেই শুরু হয়েছে আইনি প্রক্রিয়া, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন অভিনেত্রী নবনীতা দাস। জীতু কমল ও তার মধ্যে দূরত্ব বেড়েছে, বেড়েছে মতের অমিলও। এই কারণেই জীতুর রামগড়ের বাড়ি ছেড়ে গত তিন মাস ধরে আলাদাই আছেন তারা। 

তবে নবনীতা বিচ্ছেদের ঘোষণা করলেও জীতুর গলায় অন্যসুর। ওটিটি প্লে-কে দেওয়া এক সাক্ষাৎকারে জীতু তাঁর বিবাহ বিচ্ছেদ সম্পর্কে বলেন, ‘ও অনেকটাই ছোট, আমার থেকেও অনেকটা ছোট। আমি ওর ইমোশনের মূল্য দিই, ওকে কেয়ারও করি।’

জীতু বলেন, আমি বরাবরই ওকে যত্নে রাখি, সেটাই রাখার চেষ্টা করব আগামীতেও। ও খুবই স্পেশাল। আর যদি কখনও ওর কোনও সাহায্য বা সাপোর্ট দরকার হয়, আমি সবসময় পাশে আছি। আমাদের সম্পর্কটাকেও আমি শ্রদ্ধা করি ও তার যথাযথ মূল্য দিয়ে থাকি।’

তিনি আরও বলেন, ‘একসঙ্গে অনেকটা সময় থাকার পর কেউই তার পার্টনার সম্পর্কে খারাপ ভাবতে পারে না। আমিও ওর ব্যাপারে কোনও অসম্মানজনক কিছু ভাবতেও পারি না। আমার স্ত্রী অনেকটাই ছোট ও ইমোশনাল। আমি এটাকে শ্রদ্ধা করি।’

ছোটপর্দা থেকেই তাদের আলাপ ও প্রেমের শুরু। করোনা অতিমারির আগেই সাত পাকে বাঁধা পড়েন তারা। সম্প্রতি জুটি হিসাবে একটি রিয়ালিটি শোয়েও অংশ নেন তারা কিন্তু আচমকাই ছন্দপতন। বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট নবনীতার। নেটপাড়াতে বিচ্ছেদের কথা প্রকাশ করেন অভিনেত্রী। আবেগঘন একটি পোস্ট করেন নবনীতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে