বিনোদন ডেস্ক: টলিউডের সঙ্গে এখন রাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। বাংলা ছবি আর সিরিয়ালের একাধিক মুখ এখন ভোটের ময়দানে। দেব, সোহম, নুসরাত, মিমিদের খুব করে ভোটও দিয়েছেন আমজনতা।
তবে ভক্তদের মনে অনেকেরই প্রশ্ন, কেন এখনও ভোটের ময়দানে আসছেন না জিৎ! টলিউডের সঙ্গে এখন রাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। বাংলা ছবি আর সিরিয়ালের একাধিক মুখ এখন ভোটের ময়দানে।
দেব, সোহম, নুসরাত, মিমিদের খুব করে ভোটও দিয়েছেন আমজনতা। তবে ভক্তদের মনে অনেকেরই প্রশ্ন, কেন এখনও ভোটের ময়দানে আসছেন না জিৎ! জিতের সোজা জবাব, ‘যে কাজটা পারি না, সে কাজটা করার চেষ্টাও করি না কখনও। কাল যদি আমাকে বলা হয় বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট খেলতে, আমি কি পারবো!’
টলিউডে তার ভক্ত সংখ্যা কিছু কম না। বাংলার ‘বস’ বলে তিনি পরিচিত। তবে দলবাজি একেবারেই করেন না। অনলাইনে যতই দেব আর জিতের দ্বন্দ্ব চলুক না কেন, দুইজনে দুইজনের ছবির প্রশংসা করতে ভোলেন না।
এই যেমন দেবের ‘বাঘা যতীন’ ছবির পোস্টার শেয়ার করে টুইটারে লেখেন, ‘ওয়াহ মেরে শের। দারুণ মানিয়েছে। তোমাকে আর তোমার ছবির গোটা টিমকে অনেক শুভেচ্ছা।’