শুক্রবার, ৩০ জুন, ২০২৩, ০৫:৫০:৫৫

এমন কিছু করলে স্বামীকে জবাবদিহি করতে হবে: প্রিয়ামণি

এমন কিছু করলে স্বামীকে জবাবদিহি করতে হবে: প্রিয়ামণি

বিনোদন ডেস্ক: ২০০৩ সালে তামিল ছবি ‘ইভারে আতাগাডু’র হাত ধরে পর্দায় পা রাখেন প্রিয়ামণি, পরে ‘বারুথিবীরান’, 'থিরকথা', 'রাভানন', ‘চারুলতা’ সহ একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন প্রিয়মণি। 

শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’-এ নজর কেড়েছিল প্রিয়ামণির নাচ। ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজেও প্রিয়ামণির অভিনয় প্রশংসিত হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্প্রতি ২০ বছর পূর্ণ করেছেন প্রিয়ামণি। 

সেই উপলক্ষ্যেই এক সাক্ষাৎকারে পর্দায় নিজের ‘নো কিস পলিসি’ নিয়ে মুখ খুলেছেন প্রিয়ামণি। প্রিয়ামণি বলেন, ‘পর্দায় আমি কখনওই চুমু খাব না, এটা আমার নীতি। আর চুক্তিপত্র সবসময়ই নো কিস পলিসি থাকে।’ 

তিনি বলেন, ‘আমি জানি, অভিনেত্রী হিসাবে এটা আমার কাজ। তবে ব্যক্তিগত ক্ষেত্রে অন্য পুরুষকে চুমু খেতে আমার অস্বস্তি হয়। তাই চুমুর বিষয়ে আমার অনুমতি নেই। আর এমন কিছু করলে বাড়িতে আমার স্বামীকে জবাবদিহি করতে হবে।’

২০১৭ সালের ২৩ আগস্ট মোস্তাফা রাজকে বিয়ে করেন প্রিয়ামণি। তাদের দুই সন্তানও রয়েছে। প্রিয়ামণির কথায়, ‘আমি জানি, আমার কোনও ছবি মুক্তি পেলে, সেটা আমার দুই পরিবারই দেখবে। আর আমি চাইনা, পর্দায় এমন কিছু করতে যেটা দেখে ওর অস্বস্তি বোধ করে।’ 

প্রিয়ামণি বলেন, ‘আমার শ্বশুরবাড়ির লোকজন এটা ভাবে যে বিয়ের পরও আমার বউমা কেন এমন করছেন! বা ওঁর গায়ে কেন কেউ হাত দিচ্ছে। ওরা হয়ত মুখে কিছু বলবেন না। তবে আমার খারাপ লাগবে। অন্য কাউকে চুমু না খাওয়াটাই আমার ব্যক্তিগত পছন্দ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে