শনিবার, ০১ জুলাই, ২০২৩, ১২:০৭:৫১

শাকিব খান সম্পর্কে যা বললেন 'প্রিয়তমা' নায়িকা ইধিকা

শাকিব খান সম্পর্কে যা বললেন 'প্রিয়তমা' নায়িকা ইধিকা

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তি পেয়েছে কলকাতার টলিপাড়ার অভিনেত্রী ইধিকা পালের প্রথম বাংলাদেশি ছবি 'প্রিয়তমা'। এর আগে তাকে বাংলা সিরিয়ালে দেখেছেন দর্শক। এই প্রথম বড় পর্দায় পা রাখলেন অভিনেত্রী। 

বাংলা সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি ইধিকার। তারপরেই সুপারস্টার শাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ আসে। এই ছবিতে প্রথমে শাকিবের বিপরীতে কাজ করার কথা ছিল তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির। পরে তার পরিবর্তে নায়িকা হিসাবে চূড়ান্ত করা হয় ইধিকাকে।

ঢালিউডে ঈদে ‘প্রিয়তমা’ ছবিটিকে ঘিরে দর্শকদের উৎসাহ চোখে পড়ছে। নিজের উত্তেজনা ভাগ করে নিলেন অভিনেত্রী। ইধিকা বললেন, “আমার প্রথম ছবি, তাও আবার ঈদে মুক্তি পেয়েছে। খুব আনন্দ হচ্ছে। ওপার বাংলায় দর্শকের প্রতিক্রিয়াও ভাল। শুনলাম আমাদের শোয়ের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে।”

শাকিবকে নিয়ে দুই বাংলাতেই চর্চার শেষ নেই। ব্যক্তিগত সম্পর্কের কারণে বার বার বিতর্কে জড়িয়েছেন নায়ক। এই আলোচনা কোনও প্রভাব ফেলেছিল কি ইধিকার মনে? অভিনেত্রী বলেন, “আমি শুধু কাজেই মন দিয়েছিলাম। বাকি কোথায় কে কী চর্চা একদমই ভাবিনি। শাকিব খুবই পেশাদার। আমার ওঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভাল।”

সিনেমা মুক্তির পর থেকেই ও পার বাংলা থেকে ইধিকার কাছে নতুন কাজের প্রস্তাব আসছে। কলকাতাতেও বেশ কিছু ছবির কথা এগিয়েছে। তবে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত অভিনেত্রী অবশ্য এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে