বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের মুখে বুধবার সকাল থেকে ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন টলিউড অভিনেত্রী তথা যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করেছে ইডি। আর তারপর থেকেই সায়নীকে নিয়ে উঠছে নানা প্রশ্ন।
দুই বছর আগেই কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন সায়নী ঘোষ। তাই নিয়েও উঠেছে প্রশ্ন। নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে সায়নী ঘোষের যোগ নিয়েও উঠেছে প্রশ্ন।
একদিকে যখন সায়নী ঘোষকে ইডি তলব করেছে অন্যদিকে সেই সময়ই নেটিজেনদের একাংশের মধ্যে কৌতূহল জাগতে শুরু করেছে, কত টাকার সম্পত্তি বানিয়েছেন সায়নী ঘোষ? গত বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী সায়নী ঘোষ।
যদিও তিনি হেরে যান। সে সময়ে রাজনীতিতে নবাগতা হয়েও ভোটে লড়ার টিকিট পেয়ে গিয়েছিলেন তিনি। সেসময়ে হলফনামায় দাখিল করা অভিনেত্রীর সম্পত্তি সংক্রান্ত তথ্য দেখে অবাক হয়ে যাবেন।
সায়নীর জমা দেওয়া হলফনামা থেকে জানা গিয়েছিল, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় মাত্র ৩২ হাজার ৭৭৫ টাকা ক্যাশ ছিল তার কাছে। ২০১৯-২০ অর্থবর্ষে অভিনেত্রীর মোট আয় ছিল ৮৯ লক্ষ ২ হাজার ৫৬৮ টাকা। পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঞ্চিত মোট অর্থের পরিমাণ ১০ লক্ষ ৩৩ হাজার ৮২৫ টাকা।
এছাড়াও বিভিন্ন সঞ্চয় প্রকল্পে ৮ লক্ষ ৫২ হাজার ৩৭৬ টাকা জমা রয়েছে সায়নীর। একটি বিলাসবহুল গাড়ি রয়েছে অভিনেত্রীর। মাত্র ৪ গ্রাম সোনা রয়েছে তার। এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ফ্ল্যাটের মালকিন তিনি যার বাজার মূল্য প্রায় ৩৮ লক্ষ টাকা।
তবে সম্পত্তির পাশাপাশি মাথায় ঋণের বোঝাও নেহাত কম নেই সায়নীর। ব্যক্তিগত ও গাড়ি ঋণ নিয়ে ৬৮ লক্ষ ৪৫ হাজার টাকার ঋণ রয়েছে তার। মায়ের কাছ থেকেও ১৯ লক্ষ ৩৮ হাজার টাকা সায়নী ধার নিয়েছেন। যাদবপুরের হিরেন্দ্র লীলা পত্রনবিশ স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছেন সায়নী। এমনই তথ্য তিনি জানিয়েছিলেন হলফনামায়।
অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়নী ঘোষ কোনও টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেননি বলে জানা যায়। জীবনবীমা ক্ষেত্রে তিনি বিনিয়োগ করেছেন মোট ৮ লক্ষ ৫২ হাজার ৩৭৬ টাকা। সায়নীর একটি হন্ডা জ্যাজ গাড়ি রয়েছে, যেটি তিনি কিনেছিলেন ২০১৭ সালে।
এই গাড়িটির সেই সময় দাম পড়েছিল ৬ লক্ষ ৭৭ হাজার ৩৬৯ টাকা। সায়নীর কাছে রয়েছে চার গ্রাম সোনার অলংকার। যার মূল্য আনুমানিক ২৫ হাজার টাকার কাছাকাছি। খাতায় কলমে সায়নীর নামে কোনরকম জমিজমা অথবা বাড়ি ঘর নেই।
যাদবপুরে তার একটি ফ্ল্যাট রয়েছে। ৬৭০ বর্গফুটের ওই ফ্ল্যাটটি সায়নী ২০১৫ সালে কিনেছিলেন ২৪ লক্ষ ১ হাজার টাকায়। বর্তমানে এর বাজার মূল্য ৩৪ লক্ষ টাকার বেশি। পাশাপাশি সায়নী ঘোষের রয়েছে বিপুল পরিমাণ ঋণ। বাড়ি গাড়ি সব মিলিয়ে তার ঋণের পরিমাণ ৬৪ লক্ষ ৪৫ হাজার ৫৫৬ টাকা ৫২ পয়সা।
ব্যাঙ্ক ছাড়াও অন্য ক্ষেত্রে তার ঋণ রয়েছে এবং সব মিলিয়ে ঋণের পরিমাণ ৮৩ লক্ষ ৮২ হাজার ৭৫১ টাকা ৫২ পয়সা। তবে সায়নী ঘোষের এই সকল সম্পত্তির পরিমাণ ২০২১ সালের হিসাব অনুযায়ী। যে সময় তিনি আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমানে তার সম্পত্তি সম্পর্ক কোন ধারণা পাওয়া যায়নি।