বিনোদন ডেস্ক: হঠাৎ অসুস্থ টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৈরিতি ব্যানার্জী। শুক্রবার তাকে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। ইনস্টাগ্রামে হাসপাতালের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। তা হঠাৎ কী হল অভিনেত্রীর?
সৈরিতি জানিয়েছেন, বৃহস্পতিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ি। চোখ খুলতে পারছিলাম না। ওষুধ খাওয়ার পরেও শরীর ভাল লাগছিল না। তাই শুক্রবারেই হাসপাতালে ভর্তি হই। ডিহাইড্রেশন হয়ে গিয়েছে। তবে আপাতত সুস্থ আছি। কিন্তু এখনই চিকিৎসকরা হাসপাতাল থেকে ছাড়বেন না।
আপাতত শুটিং বন্ধ রেখেছেন সৈরিতি। একেবারে সুস্থ হয়েই শুটিংয়ে ফিরবেন তিনি। মেয়ে হওয়ার কারণে বেশ কয়েকদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। কয়েকদিন আগে নীল ও তৃণার সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল সৌরিতিকে।