বিনোদন ডেস্ক: প্রথম স্ত্রী্র সঙ্গে বিবাহবিচ্ছেদ না করেই হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র। বিবাহিত অভিনেতাকে বিয়ে করার সময় কাঠগড়ায় দাঁড় করানো হয় অভিনেত্রীকে। শোনা যায়, হেমার সঙ্গে অভিনেতার বিয়ে নাকি কখনই মেনে নেয়নি দেওল পরিবার।
সেই জন্য দেওলদের কোনও অনুষ্ঠানেও কখনও দেখা যায়নি হেমা কিংবা তার দুই মেয়ের কাউকেই। ধর্মেন্দ্রের নাতি করণ দেওলের বিয়েতেও তার অন্যথা হয়নি। ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী সানি-ববি দেওলের মা প্রকাশ কউর। স্বামীর দ্বিতীয় বিয়ে নাকি মানতে পারেননি তিনি। কেমন সম্পর্ক দুইজনের, সে কথা হেমা লিখেছেন তার আত্মজীবনীতে।
হেমা নিজেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ধর্মেন্দ্রকে বিয়ের আগে প্রকাশের সঙ্গে দেখা হয়েছিল তার। এক বার নয়, বেশ কয়েক বার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা হয় তাদের। তবে বিয়ের পর আরও কখনও একে অপরের মুখ দেখেননি প্রকাশ-হেমা। অবশ্য তার পিছনে রয়েছে নির্দিষ্ট কারণ।
হেমা মালিনী তার আত্মজীবনীতে লেখেন, ‘‘আমি কাউকে বিরক্ত করতে চাইনি। ধরমজি আমার মেয়েদের জন্য যা করেছেন, তাতে আমি খুশি। এক জন ভাল বাবার যা করা উচিত, তিনি সেই সমস্ত দায়িত্ব পালন করেছেন।’’
হেমা তার গ্রন্থে পরে সংযোজন করেন, ‘‘আমি প্রকাশকে খুবই শ্রদ্ধা করি। আমার মেয়েরাও ধরমজির পরিবারকে সেই একই সম্মানের চোখে দেখে।হয়তো সারা দুনিয়া আমার জীবন সম্পর্কে জানতে চায়। কিন্তু মনে রাখা দরকার, এটা তাদের জানার বিষয় নয়।’’