বিনোদন ডেস্ক: বিগ বস ওটিটি ২-এ এমন কিছু কাণ্ড চলছে, যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ সকলের। উইকেন্ড কা ভার পর্বটি অনেক কারণেই চলতি সপ্তাহে আকর্ষণীয় ছিল। কারণ, বেশ কিছু ঘটনায় সালমান খান ঘরের লোকেদের আচরণের জন্য প্রতিটি গৃহকর্মীর সমালোচনা করেছিলেন। জাদ হাদিদ তাদের মধ্যে অন্যতম।
সলমান খনিকের জন্য মাথা গরমও করে ফেলেন। এটা শুধুমাত্র আকাঙ্খা পুরীকে চুম্বনের জন্যই নয়, বেবিকা ধ্রুবেকে তার নিতম্ব দেখানোর জন্য ও অশালীন আচরণের জন্যও। এদিনের পর্বের শুরুতেই, সালমান খান চুম্বনের ঘটনার জন্য দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন এবং তারপরে তিনি উইকেন্ড কা ভারের আগের দিনের একটি আভাস দেন।
অভিষেক মালহানের কাছে অধিনায়কত্ব হারিয়ে হতাশ হয়ে পড়েন জাদ হাদিদ। আকাঙ্খার সঙ্গে চুম্বনের ঘটনার প্রভাব পড়তে থাকে এবং তিনি খানিক অস্বস্তিও বোধ করেছিলেন এই ঘটনায়। পূজা ভাট এ বিষয়ে জাদের মুখোমুখি হন এবং আকাঙ্খাকে উপহাস করার জন্য তার সমালোচনাও করেছিলেন।
জাদ, জিয়া, অবিনাশ, মনীষা রান্নাঘরে গল্প করছিল। সেখানে হঠাৎ ঢুকে পড়ে বেবিকা। জাদ বেবিকা চলে আসায় কোনও কথাই আর বলতে চায়নি। এবং সে বুঝিয়ে দেয় যে সে বেবিকার সামনে কোনও কথাই বলবে না। এতেই খানিক চটে যায় বেবিকা।
শুরু হয় দুই জনের তর্ক। দুই জনের মধ্যে কুৎসিত ঝগড়া-বাকবিতণ্ডা তৈরি হয়। আর তারই মাঝে জাদ হঠাৎই তার হাফপ্যান্ট নামিয়ে দেয় এবং বেবিকাকে তার নিতম্ব দেখায়। এহেন ইঙ্গিতে চমকে ওঠে সকলেই। বেবিকার প্রতি জাদের এমন অঙ্গভঙ্গি গোটা বাড়িতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে।
বেবিকাও উত্তেজিত হয়ে পড়ে এবং তিনি বিগ বসকে জাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলে উচ্চস্বরে কাঁদতে শুরু করেন। বেবিকা বাড়ি ছেড়ে চলে যেতে আগ্রহী হয়ে ওঠে। সে তার ব্যাগগুলো বাগান এলাকায় নিয়ে চলে আসে এবং বেরিয়ে যাওয়ার জন্য মূল দরজার বাইরে এসে বসে থাকে।
এমনকী বেবিকা এমন বলেন যে জাদ যদি শো-এর অংশ হয়ে থাকেন তবে তিনি বাড়ি ছেড়ে চলে যাবেন। অবিনাশ এবং জিয়াসহ অন্যান্য বাড়ির সহকর্মীরা জাদকে বলেছিলেন, যে তিনি বড় ভুল করেছেন এবং এর পরিণতি ভোগ করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে।
সলমান এই ঘটনায় জাদকে কঠোর ভাষায় তার আচরণের জন্য নিন্দা করেছিলেন। অভিনেতা বলেছেন এই ধরনের অশালীন আচরণ গ্রহণযোগ্য নয় এবং এর জন্য তাকে কারাগারেও যেতে হতে পারে। সালমান জাদকে সহকর্মী এবং সারা দেশের কাছে ক্ষমা চাইতে বলেছিলেন।
সলমান তাকে তার মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং বলেছিলেন যে একটি চার বছরের শিশুর বাবা হিসাবে, এমন দায়িত্বজ্ঞানহীন হয় কী করে কেউ। জাদ খানিক ভেঙে পড়েন একথা শুনে। ভিডিও দেখুন...